চেন্নাই: স্টিভ স্মিথকে থামানোর কাজ শেষ। এ বার ভারতীয় বোলারদের লক্ষ্য জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্টে একটা ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন। তিনি যে দারুণ ছন্দে আছেন, বুঝতে পারছে টিম ম্যানেজমেন্ট। আর তাই রুটের বিরুদ্ধে ছক কষতে শুরু করে দিয়েছে বিরাট কোহলির টিম।
ভারতের বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, ‘রুট চমত্কার ছন্দে আছে। ওকে নিয়ে পরিকল্পনা শুরু করেছি আমরা। সামি আর জাডেজা শুধু নেই টিমে। বাকিরা কিন্তু আছে। অনেক দিন পর ঘরের মাঠে খেলবে আমাদের বোলাররা। ওদের সামলানোর জন্য লড়াই করতে হবে ইংল্যান্ডকে।’
আরও পড়ুন: বাড়ি খুঁজছেন পন্থ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় ছ’মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই মতো স্মিথদের জন্য অফসাইড ট্র্যাপ রেখে বোলিং করে গিয়েছেন মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুররা। তাতে এসেছে সাফল্য। অরুণ বলেছেন, ‘আমি স্মিথের ব্যাটিং অ্যানালাইজ করে তার ডেটা দিয়ে দিয়েছিলাম। স্মিথের ব্যাটিং গ্রাফ, কোন জায়গা দিয়ে রান করছে, সবচেয়ে বেশি রান কোন জায়গা থেকে আসছে, তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ছিল।’
আরও পড়ুন: কোচ বদলের পরও জয় অধরা চেলসির
একই সঙ্গে স্মিথকে নিয়ে অরুণ বলেছেন, ‘স্মিথ ব্যাটিংয়ের সময় ওর হাতের ব্যবহার চমত্কার করতে পারে। বিশেষ করে পেস বোলিং খেলতে ভালোবাসে। আমরা যে কারণে ঠিক করেছিলাম, ওকে স্লো বল করতে হবে। যাতে স্মিথ ভুল করে।’
অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই অরুণ তাঁর পরবর্তী মিশন নিয়েও কাজ শুরু করে দিয়েছে। রুট শ্রীলঙ্কার মাটিতে পর পর বড় রানের ইনিংস খেলেছেন। স্মিথের মতোই তাঁর শক্তি, দুর্বলতা নিয়েও কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন। কোন শট খেলতে ভালোবাসেন, মাঠের কোন অঞ্চন দিয়ে রান করে বেশি, সে সব টুকে রেখেছেন নোটবুকে। রুটকে থামানোর অঙ্কও তৈরি। এ বার সে সব কাজে লাগাতে হবে বুমরা-সিরাজদের। অরুণ আশাবাদী, ভারতীয় বোলিং ইউনিট স্মিথের মতো রুটকে থামানোর কাজটাও সাফল্যের সঙ্গে করতে পারবে।