কোচ বদলের পরও জয় অধরা চেলসির

বুধবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে নতুন কোচ নিয়ে উলভসের (Wolves) মুখোমুখি হয়েছিল চেলসি (Chelsea)। কিন্তু কোচ বদলে গেলেও চেলসির ভাগ্য বদলাল না। ঘরের মাঠে গোলশূন্য ড্র চেলসির। একরাশ আশা নিয়ে মাঠে নামলেও নতুন কোচ জয় এনে দিতে পারলেন না।

| Updated on: Jan 28, 2021 | 1:27 PM
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চেলসির দাপট থাকলেও জয় অধরা। (সৌজন্যে-উলভস টুইটার)

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চেলসির দাপট থাকলেও জয় অধরা। (সৌজন্যে-উলভস টুইটার)

1 / 5
ম্যাচ চলাকালীন নয়া কোচ তুচেলকে বারবার চেলসিকে উৎসাহিত করতে দেখা যায়। (সৌজন্যে-চেলসি টুইটার)

ম্যাচ চলাকালীন নয়া কোচ তুচেলকে বারবার চেলসিকে উৎসাহিত করতে দেখা যায়। (সৌজন্যে-চেলসি টুইটার)

2 / 5
৩ পয়েন্ট না পেলেও তাঁর দলের গোছানো পারফরম্যান্স দেখে সন্তুষ্ট কোচ থমাস তুচেল। (সৌজন্যে-চেলসি টুইটার)

৩ পয়েন্ট না পেলেও তাঁর দলের গোছানো পারফরম্যান্স দেখে সন্তুষ্ট কোচ থমাস তুচেল। (সৌজন্যে-চেলসি টুইটার)

3 / 5
প্রথম ম্যাচে জয় না পেলেও তুচেল আশাবাদী, দলের ছেলেরা পরের ম্যাচে আরও ভালো খেলবে।(সৌজন্যে-চেলসি টুইটার)

প্রথম ম্যাচে জয় না পেলেও তুচেল আশাবাদী, দলের ছেলেরা পরের ম্যাচে আরও ভালো খেলবে।(সৌজন্যে-চেলসি টুইটার)

4 / 5
উলভসের বিরুদ্ধে মাঠে নামার আগে মাত্র একদিন দলকে অনুশীলন করানোর সুযোগ পেয়েছিলেন তুচেল। (সৌজন্যে-চেলসি টুইটার)

উলভসের বিরুদ্ধে মাঠে নামার আগে মাত্র একদিন দলকে অনুশীলন করানোর সুযোগ পেয়েছিলেন তুচেল। (সৌজন্যে-চেলসি টুইটার)

5 / 5
Follow Us: