IND-W vs ENG-W, T20I: হরমনপ্রীত-রিচাদের আজ ব্রিটিশ চ্যালেঞ্জ, জিতলেই নকআউটের পথ পরিষ্কার
India vs England, ICC Women's T20 World Cup 2023: প্রথমে পাকিস্তান ও পরে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে ২ নম্বর গ্রুপে চার পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দুইয়ে। একই পয়েন্ট নিয়ে শীর্ষে ড্যানি ওয়েট, হেদার নাইটসরা।

পোর্ট এলিজাবেথ: দক্ষিণ আফ্রিকায় চলতি টি-২০ বিশ্বকাপে (Women’s T20 World Cup 2023) আজ নিজেদের তৃতীয় ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড (Ind vs Eng)। এমনিতে গ্রুপের প্রথম দুটি ম্যাচ জিতে নকআউটের দিকে অনেকটা পথ এগিয়ে রয়েছে হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং। ব্রিটিশ চ্যালেঞ্জ উতরোতে পারলে সোনায় সোহাগা। সেমিফাইনালের পথে হরমনদের (Harmanpreet Kaur) আর কোনও বাধা থাকবে না। গ্রুপ পর্বের জয়ের হ্যাটট্রিক গড়ে নকআউটে পা রাখবে দেশের মেয়েরা। সেই লক্ষ্য নিয়েই পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস ওভালে হেদার নাইটসদের বিরুদ্ধে আজ স্মৃতি-রিচারা নেমে পড়বেন। বিস্তারিত TV9 Bangla এই প্রতিবেদনে।
প্রথমে পাকিস্তান ও পরে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে ২ নম্বর গ্রুপে চার পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দুইয়ে। একই পয়েন্ট নিয়ে শীর্ষে ড্যানি ওয়েট, হেদার নাইটসরা। তাঁদের রান রেট সবথেকে ভালো। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের মঞ্চে অতীতে পাঁচবারের সাক্ষাৎকারে প্রতিবারই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। ম্যাচ কঠিন হলেও সেসব নিয়ে মাথা ঘামাতে চান না ক্যাপ্টেন হরমনপ্রীত। বরং নিজের দলের প্রতি তাঁর অগাধ আস্থা। পাকিস্তান ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ। তাঁকে নিয়ে প্রত্যাশা শুধু আম ক্রিকেটপ্রেমীর মধ্যেই বাড়েনি, অধিনায়কেরও দলের ১৯ বছরের ব্যাটিং সম্পদের প্রতি অগাধা আস্থা। পাকিস্তানের বিরুদ্ধে জেমাইমা রডরিগজ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হরমনপ্রীতের সঙ্গে জুটি বেঁধে দলকে জিতিয়েছিলেন রিচা। অধিনায়ক বলছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ও শেফালির ব্যাট চললে তাঁদের আটকানোর সাধ্যি কারও নেই।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের বড় রান করা প্রয়োজন। শেফালি দুর্দান্ত হলেও কাঙ্খিত ছন্দে নেই ওপেনার স্মৃতি মান্ধানা। জেমাইমা পাকিস্তান ম্যাচের তারকা হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট চলেনি। ফলে টপ অর্ডার নিয়ে সামান্য চিন্তা থাকলেও হরমন বলছেন এ বার ব্যাটিং অর্ডারের গভীরতা অনেক বেশি। একজন পারফর্ম করতে না পারলে সেই অভাবটা পুষিয়ে দিচ্ছেন অন্যজন। প্রতিপক্ষ ইংল্যান্ড বলে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন না তিনি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে ইংল্যান্ডকে হারিয়ে নকআউটের পথ পরিষ্কার করাই লক্ষ্য উইমেন ইন ব্লু-র।
ভারতের সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা সিং ঠাকুর।
ম্যাচ শুরু সন্ধ্যা ৬.৩০ থেকে, সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে ও অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে।
