IND vs ENG: ইংল্যান্ড ২৪৬! অশ্বিন-জাডেজার দাপটেও পাল্টা চাপে ভারত?
India vs England 1st Test: এই সিরিজের আগে প্রশ্ন ছিল, বাজবল কি দেখা যাবে? সাময়িক দেখা গেল। তেমনই বুদ্ধিদীপ্ত ব্যাটিং ইংল্যান্ডের। ঝাঁকে উইকেট হারালেও দ্রুত জুটিও বেঁধেছে ইংল্যান্ড। আর সেটাই চাপের হয়ে দাঁড়ালো। লোয়ার অর্ডারে অভিষেক কারী স্পিনার টম হার্টলি (২৩), কেরিয়ারের দ্বিতীয় টেস্টে নামা লেগ স্পিনার রেহান আহমেদের (১১) ইংল্যান্ড ইনিংসকে মজবুত করল। সঙ্গে ক্যাপ্টেন বেন স্টোকসের অনবদ্য ইনিংস তো রয়েইছে।
কলকাতা: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ইংল্যান্ড যে পরিকল্পিত ভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার। প্রথম দিন থেকেই বল ঘুরবে এমনটাই প্রত্যাশিত ছিল। কিন্তু প্রথম ইনিংসে ইংল্যান্ড ২০০ পেরিয়ে যাবে, এটা হয়তো প্রত্যাশিত ছিল না। বিশেষ করে ভারতের একাদশে তিন সেরা স্পিনার থাকার পর। ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটাররা যে ভাবে অবদান রাখলেন তা প্রশংসনীয়। সংখ্যা বলছে, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৪৬ রানে। পরিস্থিতি বলছে, পাল্টা চাপে ভারত! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই সিরিজের আগে প্রশ্ন ছিল, বাজবল কি দেখা যাবে? সাময়িক দেখা গেল। তেমনই বুদ্ধিদীপ্ত ব্যাটিং ইংল্যান্ডের। ঝাঁকে উইকেট হারালেও দ্রুত জুটিও বেঁধেছে ইংল্যান্ড। আর সেটাই চাপের হয়ে দাঁড়ালো। লোয়ার অর্ডারে অভিষেক কারী স্পিনার টম হার্টলি (২৩), কেরিয়ারের দ্বিতীয় টেস্টে নামা লেগ স্পিনার রেহান আহমেদের (১১) ইংল্যান্ড ইনিংসকে মজবুত করল। সঙ্গে ক্যাপ্টেন বেন স্টোকসের অনবদ্য ইনিংস তো রয়েইছে।
স্পিন সহায়ক পিচে স্পিনাররাই দাপট দেখাবে, প্রত্যাশিত। রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নিলেন। রবীন্দ্র জাডেজাও ৩ উইকেট নিয়েছেন। তবে ইকোনমি ৫-এর কাছাকাছি। অক্ষর প্যাটেল মাত্র ১৩ ওভারে ৩৩ রানে ২ উইকেট। ভুললে চলবে না জসপ্রীত বুমরার অবদান। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছেন বুমরা। শেষ উইকেটের কথাও বলতে হবে। বেন স্টোকস ক্রিজে থাকলে রান আসবেই। শেষ উইকেটে জুটি বেঁধে স্টোকস কী করতে পারেন অস্ট্রেলিয়া সেটা ভালো ভাবেই টের পেয়েছে। সেই স্টোকসের উইকেট ছিঁটকে দিলেন বুমরাই। ৭০ রানের ইনিংস ইংল্য়ান্ড ক্যাপ্টেনের।
কেন পাল্টা চাপে ভারত? ২৪৬ রান এই পিচে অনেকটাই বড় স্কোর। ভারতীয় ব্যাটারদের জন্যও এই পিচে ব্যাটিং কঠিন হবে। প্রথম ইনিংসে কতটা লিড নিতে পারে ভারত, সেটার ওপর নির্ভর করবে সাফল্য। কেন না, এই পিচে চতুর্থ উইকেটে ব্যাট করতে হবে ভারতকেই। ভুললে চলবে না, ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি নেই। শুভমন, শ্রেয়স ফর্মে নেই। শ্রীকার ভরতের ব্যাটিং ভারতীয় দলকে এখনও অবধি ভরসা দিতে পারেনি। রোহিত-যশস্বীর ওপেনিং জুটি কতটা বেশি রান তুলতে পারবে, তার ওপরই ইনিংসের ভিত নির্ভর করবে।