IND vs IRE: বুমরার কামব্যাক ম্যাচের অপেক্ষায় আছেন, ভারত-আয়ার্ল্যান্ড সিরিজের ম্যাচ কোথায় দেখা যাবে?
India tour of Ireland: ১৮ অগস্ট আইরিশদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম টি-২০ ম্যাচ। এ বারের আয়ার্ল্যান্ড সফরে মেন ইন ব্লু ৩টি টি-টোয়েন্টি ম্যাচে খেলবে।
নয়াদিল্লি: আর এক সপ্তাহ পর আয়ার্ল্যান্ড সফরে যাবে ভারতীয় দল (Team India)। ১৮ অগস্ট আইরিশদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম টি-২০ ম্যাচ। এ বারের আয়ার্ল্যান্ড সফরে মেন ইন ব্লু ৩টি টি-টোয়েন্টি ম্যাচে খেলবে। এই সিরিজে জাতীয় দলে কামব্যাক হচ্ছে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার। তিনিই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। ভারতীয় ক্রিকেট ভক্তরা বুমরাকে ফের ২২ গজে আগুন ঝরাতে দেখতে চান। আপনিও কি বুমরার কামব্যাক ম্যাচের অপেক্ষায় আছেন? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত-আয়ার্ল্যান্ড (India vs Ireland) সিরিজের ম্যাচ কোথায় দেখা যাবে?
একঝাঁক তরুণ ক্রিকেটারকে এ বারের আয়ার্ল্যান্ড সফরে দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী, ভারত-আয়ার্ল্যান্ড সিরিজ দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। এ ছাড়া ভারতে এই সিরিজ দেখা যাবে স্পোর্টস ১৮-তে। এই সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৮ অগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ অগস্ট। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। এবং ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে। ভারত বনাম আয়ার্ল্যান্ড তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে দ্য ভিলেজ বা মেলাহাইড ক্রিকেট ক্লাবে।
JioCinema and Sports18 to broadcast India Vs Ireland T20i series. (Sportsmint). pic.twitter.com/yDA4zEHZ7e
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 9, 2023
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আয়ার্ল্যান্ডের স্কোয়াড – পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়েরকম, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।
আইরিশদের বিরুদ্ধে ভারতের স্কোয়াড – জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।