দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির ভারত (India) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। ভারতের ক্যাপ্টেন হিসেবে আজ শেষ ম্যাচ খেলে নিলেন বিরাট কোহলি। ক্যাপ্টেন বিরাট আজ দুবাইতে টসে জিতেছিলেন। টসে জিতে শুরুতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভিকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে নামিবিয়া। টিম ইন্ডিয়ার টার্গেট ছিল ১৩৩। ২৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপ যাত্রা শেষ হল টিম ইন্ডিয়ার। সুপার-১২ এর শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারাল ভারত।
টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দিন ভারত-নামিবিয়ার সাক্ষাৎ হয়নি। এ বারের টি-২০ বিশ্বকাপে প্রথম বার বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল নামিবিয়া। ৮ উইকেট হারিয়ে লড়তে লড়তে ১৩২ রানে পৌঁছেছিল নামিবিয়া। ঈগলসদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে শেষ বার মাঠে নামলেন বিরাট কোহলি। তবে ব্যাট করতে হল না তাঁকে। বিশ্বকাপের শেষ ম্যাচে ভারত মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল। ৩৭ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন রোহিত শর্মা। এবং সূর্যকুমার যাদবের (১৯ বলে ২৫* রান) সঙ্গে কেএল রাহুল ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান ভারতকে। আজ একটা যুগের অবসান হয়ে গেল। কোচ শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট জুটিতে আর দেখা যাবে না মেন ইন ব্লুকে পরিষেবা দিতে। ৫ বছরের একটা দারুণ সফর আজ টি-২০ বিশ্বকাপের মঞ্চে এসে শেষ হল।
২৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপ যাত্রা শেষ হল টিম ইন্ডিয়ার। সুপার-১২ এর শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারাল ভারত।
India sign off from the #T20WorldCup in style ? #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/7Qg7J38ppW
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
নামিবিয়ার বিরুদ্ধে ৩৫ হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কেএল রাহুল।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে রোহিতের উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে ভারত।
৩৩ বলে ৫৬ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। নামিবিয়াকে প্রথম উইকেট এনে দিলেন ফ্রাইলিঙ্ক
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৪তম হাফসেঞ্চুরি করলেন রোহিত শর্মা। নামিবিয়ার বিরুদ্ধে ৩১ বলে ৫০ রান পূর্ণ হিটম্যানের
A knock full of fireworks from the Hitman ?#T20WorldCup | #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/MHeYIqMhLj
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
পাওয়ার প্লে-তে সফল ভারত। কোনও উইকেট না হারিয়ে ৬ ওভারে ৫৪ রান তুলেছে টিম ইন্ডিয়া।
কেএল রাহুল ১৫*, রোহিত শর্মা ৩৯*
নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের শেষ ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করে ফেললেন রোহিত শর্মা।
3⃣0⃣0⃣0⃣ runs in Men's T20Is ?
Rohit Sharma, take a bow ?♂️#T20WorldCup | #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/gZMfKg0r5F
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে রোহিত-রাহুল জুটি।
রোহিত ব্যাট করছেন ২৫ রানে। রাহুল রয়েছেন ১ রানে।
ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে নামিবিয়া। তিনটি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। ২টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। কোনও উইকেট পাননি মহম্মদ সামি ও রাহুল চাহার। টিম ইন্ডিয়ার টার্গেট ১৩৩। ভারতের ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। এই ম্যাচে জিতে একটা অধ্যায় শেষ করাতেই লক্ষ্য ভিকের।
? set!
India will chase down a score of 133 for a victory ✌️
Can Namibia defend this?#T20WorldCup | #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/U61m2kLFCl
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
কোনও রান না করেই মাঠ থেকে ফিরে গেলেন জেন গ্রিন। অশ্বিন ভারতকে এনে দিলেন সপ্তম উইকেট।
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে নামিবিয়া।
রবীন্দ্র জাডেজার তৃতীয় শিকার হলেন জেজে স্মিট। ৯ বলে ৯ রান করে মাঠ ছাড়লেন স্মিট
গেরহার্ড এরাসমাসের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন এরাসমাস।
প্রথম ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে ৪ উইকেট হারিয়ে নামিবিয়া তুলেছে ৫১ রান। এখনও পর্যন্ত ২টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাডেজা, একটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন। রাহুল চাহার ও মহম্মদ সামি এখনও পর্যন্ত উইকেট পায়নি।
রবিচন্দ্রন অশ্বিনের বলে ফিরলেন নিকোল লফটি ইটন। ৫ রান করে সাজঘরে ফিরলেন ইটন। এক্কেবারে সহজ ক্যাচ তালুবন্দি করলেন রোহিত শর্মা।
Ashwin gets in on the act ?
A tossed up delivery gets the better of Loftie-Eaton who is gone for 5. #T20WorldCup | #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/RHatC5t8pq
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
নামিবিয়ার তৃতীয় উইকেটের পতন। জাডেজার বলে এলবিডব্লিউ হলেন বার্ড। ২১ রান করে মাঠ ছাড়লেন তিনি।
Baard departs for 2⃣1⃣
Jadeja traps him in front of the stumps, which the batter then reviews unsuccessfully. #T20WorldCup | #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/5I3t29VkSK
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
৬ ওভারের খেলা হয়ে গিয়েছে। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে নামিবিয়া তুলেছে ৩৪ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে মাইকেল ভ্যান লিঙ্গেনের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ১৪ রান করে সাজঘরে ফিরলেন লিঙ্গেন। এবং ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ক্রেগ উইলিয়ামস। কোনও রান না করেই সাজঘরে ফেরেন উইলিয়ামস। ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা।
ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ক্রেগ উইলিয়ামস। কোনও রান না করেই সাজঘরে ফেরেন উইলিয়ামস। ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা।
Another one gone.
Williams is gone for a duck after being outfoxed by Jadeja. #T20WorldCup | #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/uZpUUNaKG8
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
পঞ্চম ওভারের চতুর্থ বলে মাইকেল ভ্যান লিঙ্গেনকে ফেরালেন জসপ্রীত বুমরা। ক্যাচ নেন মহম্মদ সামি। প্রথম উইকেট হারাল নামিবিয়া। ১৪ রান করে সাজঘরে ফিরলেন লিঙ্গেন
৩ ওভারের খেলা হয়ে গিয়েছে কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে নামিবিয়া। প্রথম ৩ ওভারে জসপ্রীত বুমরা ও মহম্মদ সামি একটি উইকেটও পাননি।
শনিবার মারা গিয়েছেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত ভারতীয় কোচ তারক সিনহা। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নামিবিয়ার বিরুদ্ধে কালো আর্ম ব্যান্ড পরে খেলছে টিম ইন্ডিয়া।
#TeamIndia is wearing black armbands today to pay their tributes to Dronacharya Awardee and widely respected coach Shri Tarak Sinha, who sadly passed away on Saturday.#T20WorldCup #INDvNAM pic.twitter.com/U2LHEtsuN9
— BCCI (@BCCI) November 8, 2021
ওপেনিংয়ে নামলেন স্টিফান বার্ড ও মাইকেল ভ্যান লিঙ্গেন
নামিবিয়ার প্রথম একাদশ: ক্রেগ উইলিয়ামস, স্টিফান বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন (উইকেটকিপার), গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, ফ্লাইলিঙ্ক, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নাড স্কোল্টজ।
বরুণ চক্রবর্তীর বদলে আজ নামিবিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে খেলবেন রাহুল চাহার।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।
A look at #TeamIndia's Playing XI for the game against Namibia. ?#T20WorldCup #INDvNAM
Follow the match ▶️ https://t.co/kTHtj7LdAF pic.twitter.com/rtKRt0AVJR
— BCCI (@BCCI) November 8, 2021
টসে জিতল ভারত। টসে জিতে শুরুতে নামিবিয়াকে ব্যাটিং করতে পাঠালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
Toss news from Dubai ?
India have won the toss and will field first.#T20WorldCup | #INDvNAM | https://t.co/ICh1BVKEFJ pic.twitter.com/SmN1YLWHFT
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
টি-২০ ফরম্যাটে একাধিক রেকর্ড রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামের পাশে।
১. ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টি-২০ রান রয়েছে ভিকের ঝুলিতে।
২. টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব থেকে দ্রুত ১০০০ রান।
৩. বিরাট কোহলি একমাত্র ভারত অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে গিয়ে ভারতকে টি-২০ সিরিজ জিতিয়েছেন।
৪. অধিনায়ক হিসেবে আজ ৫০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে চলেছেন বিরাট। এর আগের ৪৯টি টি-২০ ম্যাচের ২৯টিতে জয় ও ১৬টিতে হার জুটেছে ক্যাপ্টেন ভিকের কপালে।
Scored most T20I runs by an India skipper. ✔️
Quickest to score 1000 T20I runs as a captain. ✔️
Only India skipper to have registered T20I series wins in SA, ENG, NZ, and Aus. ✔️Virat Kohli’s Record as India’s T20I Captain is simply remarkable. ?#ViratKohli #T20WorldCup pic.twitter.com/8wODsIFHVP
— Wisden India (@WisdenIndia) November 8, 2021
আজ নামিবিয়ার বিরুদ্ধে ভারত অধিনায়ক হিসেবে শেষ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। এবং ক্যাপ্টেন হিসেবে কোহলি ৫০তম টি-২০ ম্যাচ খেলবেন আজ।
It's match no. 5⃣0⃣ for Virat Kohli as captain of #TeamIndia in the shortest format of the game. He will march the #MenInBlue for one last time in T20Is today.
Drop some ❤️ for the skipper, 12th Man Army! ?#PlaBold #INDvNAM #T20WorldCup #ThankYouViratKohli pic.twitter.com/JJNA68pORw
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 8, 2021
টানা বাবলে থাকার ফলেই কি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের এই খারাপ পারফরম্যান্স? প্রশ্ন উঠছে অনেকদিন ধরেই। গতকাল বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) তো বলেই দেন, আইপিএল আর বিশ্বকাপের মাঝে কিছুদিনের বিশ্রামের প্রয়োজন ছিল ক্রিকেটারদের। এ বিষয়টিকে মোটেই ভালো ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
পড়ুন বিস্তারিত– T20 World Cup 2021: বাবল ‘ক্লান্তি’র অজুহাতে অসন্তুষ্ট বোর্ড
২০১৭ তে শুরু হয়েছিল যে স্বপ্নের দৌড়, ৮ নভেম্বর ২০২১-এ তা শেষ হচ্ছে। ভারতীয় ক্রিকেটে (India Cricket) একটা যুগের অবসান হতে চলেছে আজ।
পড়ুন বিস্তারিত- Virat and Ravi: আজ বিরাট-শাস্ত্রী যুগের অবসান
এর আগে ভারত-নামিবিয়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মুখোমুখি হয়নি। এই প্রথম বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে দুই দল।