পাল্লেকেলে : এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও গত ম্যাচে ভারতের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। ঈশান কিষাণ-হার্দিক পান্ডিয়া দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। আজ নেপালের বিরুদ্ধে নজর ছিল সুপার ফোর এবং টপ অর্ডার ব্যাটিং। বৃষ্টিতে ম্যাচ না হলে সুপার ফোরে উঠত ভারত। তবে ম্যাচ হলে জিততেই হত। ম্যাচের ফলাফল যাই হোক, ভারতীয় দলের কাছে শেখা অন্যতম লক্ষ্য ছিল নেপাল ক্রিকেটারদের। প্রশংসনীয় ক্রিকেট খেলল তারা। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে এই ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ১০ উইকেটের অনবদ্য জয়। রোহিত শর্মা এবং শুভমন গিলের অপরাজিত অর্ধশতরান। পাকিস্তান ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে এই রান পাওয়া স্বস্তির। ১০ সেপ্টেম্বর আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ।
কাল দুপুরে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা। সুপার ফোরে ১০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে টপ অর্ডারের রানে ফেরা খুবই জরুরি ছিল। ১০ উইকেটের জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারতীয় শিবির। বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বিস্তারিত পড়ুন: কাল দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা, নজরে তিনটে বিষয়
ভারত বনাম নেপাল ম্যাচের রিপোর্ট পড়ুন : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অনবদ্য ওপেনিং জুটি, বিশাল জয়ে সুপার ফোরে ভারত
ভারতের জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। রোহিত-শুভমন যে ভাবে ব্যাট করছেন তাতে ১০ উইকেটেও জয় আসতে পারে।
আম্পায়ার মাঠ পরিদর্শন করলেন। ১০.১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। ২৩ ওভারের ম্যাচ হবে। ৫ ওভারে পাওয়ার প্লে। ভারতের টার্গেট ১৪৫।
ভারতীয় সময় অনুসারে রাত ১০টায় হবে মাঠ পরিদর্শন। সুপার সপার চলছে মাঠে। তাই আশা করা হচ্ছে ম্যাচ হতে পারে। আপাতত বৃষ্টি নেই। যদিও কভার পুরোপুরি সরেনি। অন্তত ২০ ওভারের ম্যাচ হতে হবে। রাত ১০.২০র মধ্যে ম্যাচ শুরু না হলে এই ম্যাচ হবে নিষ্ফলা। এবং ভারত সুপার ফোরে পৌঁছে যাবে।
বৃষ্টির তেজ বেড়েছে। মাঠ ছাড়লেন ক্রিকেটাররা। ক্রিজে রোহিত শর্মা (৪*), শুভমন গিল (১২*)।
প্রথম ওভারের প্রথম ডেলিভারিতে ১ রান এসেছিল। এরপর আর কোনও রান তুলতে পারেনি ভারত। উল্টে দু’বার আউট হতে হতে বাঁচেন ভারত অধিনায়ক রোহিক শর্মা।
টার্গেট ২৩১। রান তাড়া করতে নামল ভারত। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিল। বোলিংয়ে সূচনায় করণ কেসি।
রান আউট হলেন সন্দীপ লামিছানে। সাবস্টিটিউট হিসেবে ফিল্ডিং করতে নেমে দুরন্ত থ্রো অক্ষর প্যাটেলের। নবম উইকেট হারিয়ে ফেলল নেপাল।
মহম্মদ সামির বলে ঈশান কিষাণের দুরন্ত ক্যাচ। হাফসেঞ্চুরি মিস সোমপাল কামির। ৪৮ রান করে মাঠ ছাড়লেন সোমপাল।
৪৩.৩ ওভারের নেপালের দলগত ২০০ রান পূর্ণ হল। ক্রিজে সন্দীপ লামিছানে ও সোমপাল কামি।
দীপেন্দ্র সিংকে ফেরালেন হার্দিক পান্ডিয়া। নেপালের সপ্তম উইকেটের পতন। ২৫ বলে ২৯ রান করে মাঠ ছাড়লেন দীপেন্দ্র।
পাল্লেকেলে বৃষ্টি বন্ধ। শুরু হল ভারত-নেপাল ম্যাচ। ক্রিজে সোমপাল কামি ও দীপেন্দ্র।
পাল্লেকেলে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ ভারত বনাম নেপাল আপাতত বন্ধ। ৩৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছে নেপাল।
গুলশন ঝায়ের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ষষ্ঠ উইকেট হারাল নেপাল। ৩৫ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন গুলশন।
৩০ ওভারের খেলা শেষ। পাল্লেকেলে বৃষ্টি শুরু হয়েছিল। তাই ফের পিচ ঢাকার জন্য কভার আনা হচ্ছিল। তারই মাঝে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে।
একের পর এক উইকেট হারানোর মাঝেই হাফসেঞ্চুরি আসিফ শেখের। ৮৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন নেপালের আসিফ শেখ।
ইনিংসের মাঝপথে নেপাল। ২৫ ওভারে ৪ উইকেট হারিয়েছে রোহিতের দল। স্কোরবোর্ডে উঠেছে ১০৯ রান। ক্রিজে আসিফ সেখ ও গুলশন ঝা।
নেপালের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার পর রবীন্দ্র জাডেজা এক এলিট লিস্টে ঢুকে পড়েছেন। এশিয়া কাপের ইতিহাসে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট এতদিন ছিল মহম্মদ কাইফের (২২টি উইকেট)। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন রবীন্দ্র জাডেজা।
মিড অফে কুশল মাল্লার ক্যাচ নিলেন মহম্মদ সিরাজ। ভারতকে চতুর্থ উইকেট এনে দিলেন রবীন্দ্র জাডেজা।
জাডেজার বল, স্লিপে রোহিত শর্মা। নেপাল অধিনায়ক ড্রাইভ করতে চেয়েছিলেন। বলের গতি বুঝতে পারেননি। স্লিপে রোহিতের হাতে ক্যাচ। যেহেতু তিনটি ক্যাচ এর আগে মিস হয়েছিল, তাই এই ক্যাচ নিয়ে হতাশা ঝেড়ে ফেলতে দেখা যায় রোহিতকে।
১৭ বলে ৭ রান করে মাঠ ছাড়লেন নেপালের ভীম শারকি। রবীন্দ্র জাডেজা ভারতকে এনে দিলেন দ্বিতীয় উইকেট।
পাওয়ার প্লে শেষ। নেপাল প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৬৫ রান। ক্রিজে এখন আসিফ শেখ (২৩) ও ভীম শারকি (০)।
অবশেষে প্রথম উইকেট পেল ভারত। নেপালের ওপেনিং জুটি ভাঙলেন শার্দূল ঠাকুর। ২৫ বলে ৩৮ রান করে মাঠ ছাড়লেন কুশল ভূর্তেল।
৮.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উইকেট হারাতে বসেছিল নেপাল। ফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন ভূর্তেলকে। ডিআরএস নিয়ে বাঁচেন ভূর্তেল। এরপর ৮.২ ওভারেই এক দারুণ ছক্কা হাঁকান ভূর্তেল।
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ মিস করলেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ। এই নিয়ে তৃতীয় বার ক্যাচ মিস করল ভারত। দ্বিতীয় বার জীবন দান পেলেন নেপালের ভূর্তেল।
প্রথম ওভারের শেষ বলে ভূর্তেলের ক্যাচ মিস করেন শ্রেয়স আইয়ার। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলে আসিফের ক্যাচ মিস করেন বিরাট। এই দুই ক্যাচ মিস পরে ভারতকে পস্তাবে না তো? সময়ই বলবে…
পাল্লেকেলে সঠিক সময়ে শুরু হল ম্যাচ। নেপালের হয়ে ওপেনিংয়ে নামলেন আসিফ শেখ ও কুশল ভুর্তৈল। ভারতের হয়ে বোলিংয়ের সূচনায় মহম্মদ সামি।
পাল্লেকের পিচ আবার ঢাকল কভারে। বৃষ্টি খেলছে লুকোচুরি। ভারত-নেপাল ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে তো? এই প্রশ্নই এখন দুই দলের ক্রিকেট প্রেমীদের মনে।
নেপালের বিরুদ্ধে ভারতের একাদশে হয়েছে একটি পরিবর্তন। জসপ্রীত বুমরার জায়গায় একাদশে এসেছেন মহম্মদ সামি।
নেপালের বিরুদ্ধে ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।
ভারতের বিরুদ্ধে নেপালের একাদশে একটি পরিবর্তন। আরিফ শেখের জায়গায় একাদশে এসেছেন ভীম শারকি।
ভারতের বিরুদ্ধে নেপালের একাদশ – কুশল ভুর্তৈল, আসিফ শেখ, রোহিত পাওডেল, ভীম শারকি, কুশল মল্লা, দীপেন্দ্র এরী, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিছানে ও ললিত রাজবংশী।
ম্যাচ রেফারি হিসেবে জাভাগল শ্রীনাথের আজ মাইলস্টোন ম্যাচ। কেরিয়ারের ২৫০ তম ম্যাচে তিনি রেফারি হিসেবে নামতে চলেছেন।
টস জিতে প্রথমে নেপালকে ব্যাটিংয়ে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
সকালে একপ্রস্থ বৃষ্টি হয়েছে। ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিয়ে ম্যাচের আগে পাল্লেকেলে উঠেছে সূর্য। কভারে ঢাকা নেই উইকেট। আবহাওয়া এরকমই থাকবে তো?
Match mode 🔛#TeamIndia | #AsiaCup2023 | #INDvNEP pic.twitter.com/NHW5cre4Ts
— BCCI (@BCCI) September 4, 2023
বৃষ্টি পূর্বাভাস রয়েছে। তবে ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে পর্যন্ত পাল্লেকেলেতে বৃষ্টির ছিঁটেফোটা নেই। তবে আকাশে মেঘ রয়েছে।
সুপার ফোরে ওঠার সোজা হিসেব। পরের রাউন্ড পা রাখতে হলে জিততেই হবে। একটি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ১। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছিল। ১টি ম্যাচ খেলে নেপালের পয়েন্ট শূন্য। ভারত জিতলে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে। নেপাল জিতলে দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে। আর বৃষ্টির কারণে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে লাভ ভারতের। ম্যাচ না জিতেই ২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-থেকে সুপার ফোরে পা রাখবেন রোহিত শর্মারা।
১৩ হাজার ওডিআই রানের মাইলস্টোনের খুব কাছে বিরাট কোহলি। মাত্র ৯৮ রান প্রয়োজন এই রেকর্ড গড়তে। নেপালের বিরুদ্ধেই কি নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন রানমেশিন?
রোহিত শর্মা, বিরাট কোহলিরা আদর্শ নেপালের ক্রিকেটারদের। তাঁরাই আজ প্রতিপক্ষ।
পড়ুন বিস্তারিত : সুপারস্টারদের বিরুদ্ধে প্রথম ম্যাচ, উচ্ছ্বাসে ভাসছে নেপাল; আশঙ্কা বৃষ্টিই
রোহিত শর্মার দলের বিরুদ্ধে নামার আগে কী বললেন নেপালের অধিনায়ক রোহিত পাওডেল?
পড়ুন বিস্তারিত : ‘ম্যাচ শেষ না হওয়া অবধি শুধুই প্রতিপক্ষ,’ রোহিতদের প্রসঙ্গে রোহিত