IND Team Selection : কাল দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা, নজরে তিনটে বিষয়
Cricket World Cup Team Announcement: টিম ঘোষণায় নজর থাকবে স্পিন বোলিং বিভাগে। এশিয়া কাপে দু-জন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছেন। জাডেজা যে কোনও সময়ই অটোমেটিক চয়েস, এ বিষয়ে সন্দেহ নেই। অক্ষর প্যাটেলকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে কিনা, নিশ্চিত নয়।
নয়াদিল্লি: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। প্রত্যাশা পাহাড়সম। ওয়ান ডে ফরম্যাটে ভারত এখনও অবধি দু-বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ২০১১ সালে ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছে ভারত। এ বারও সেই লক্ষ্য ভারতীয় দলের। আগামী কাল দুপুরে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে। শ্রীলঙ্কাতে চলছে এশিয়া কাপে ভারতের ম্যাচ। বোর্ড কর্তারাও রয়েছেন। ক্যান্ডির একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে টিম ঘোষণা হবে। বেশ কিছু বিষয়ে নজর থাকবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড বেছে নেওয়ার সুযোগ ছিল। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয় সঞ্জু স্যামসনকেও। লোকেশ রাহুলকে স্কোয়াডে রাখা হলেও শেষ মুহূর্তের চোটে গ্রুপ পর্বে পাওয়া যায়নি। সুপার ফোরে তাঁকে পাওয়া যাবে, আশাবাদী ভারতীয় টিম। এশিয়া কাপে যদি কোনও ম্যাচেই রাহুল খেলতে না পারেন তা অবশ্য ভারতীয় দলের কাছে বড় ধাক্কা হবে। দেশের অনেক প্রাক্তন ক্রিকেটারই বিশ্বকাপে ঈশান কিষাণকে রাখার পক্ষে। কিপিং পজিশন নিয়েই ভারতীয় দলে বেশি প্রশ্ন।
এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছিল তিলক ভার্মাকে। প্রথম দু-ম্যাচে সুযোগ পাননি তিনি। তিলককে বিশ্বকাপের স্কোয়াডে রাখার পক্ষে সওয়াল করেছেন অনেকেই। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। কেন না, তিলক যদি বিশ্বকাপের পরিকল্পনায় থাকত, তাঁকে প্রথম দু-ম্যাচের মধ্যে অন্তত একটিতে সুযোগ দেওয়া হত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনায় কিপার ব্যাটার হিসেবে রয়েছেন লোকেশ রাহুল। বিকল্প হিসেবে থাকবেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করেছেন ঈশান। মিডল অর্ডারে এক জন বাঁ হাতি ব্যাটার থাকা কতটা গুরুত্বপূর্ণ, পাকিস্তানের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছেন ঈশান। তাঁর ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
টিম ঘোষণায় নজর থাকবে স্পিন বোলিং বিভাগে। এশিয়া কাপে দু-জন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছেন। রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল। জাডেজা যে কোনও সময়ই অটোমেটিক চয়েস, এ বিষয়ে সন্দেহ নেই। অক্ষর প্যাটেলকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে কিনা, নিশ্চিত নয়। আরও একটা সম্ভাবনা রয়েছে। অক্ষরের পরিবর্তে ডান হাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে রেখে চমক দেওয়া হতে পারে। সব প্রশ্নের জবাব মিলবে কাল দুপুর ১.৩০ নাগাদ।