
বেঙ্গালুরু: ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হল তেইশের বিশ্বকাপের লিগ পর্ব। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দু-দল। টানা আট ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ভারত। লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের বিশাল ব্যবধানে জয়। প্রথমে ব্যাট করে রেকর্ড ৪১০/৪ স্কোর ভারতের। নেদারল্যান্ডসে ২৫০ রানে অলআউট করে ভারত। বেঙ্গালুরুর এই ম্যাচে অঘটন হলে চাপ বাড়ত বাংলাদেশের। তবে ভারতের জয়ে বাংলাদেশে স্বস্তি। কোনওরকমে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল তারা। লিগ পর্ব শেষ, এ বার নজরে নকআউট। ১৫ ও ১৬ নভেম্বর সেমিফাইনাল দুটি হবে। বেঙ্গালুরুতে ভারত বনাম নেদারল্যান্ডস (India vs Netherlands) ম্যাচের আপডেট TV9 Bangla Sports-এর এই লিঙ্কে।
টানা নয় ম্যাচে জয়। বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি জয় ভারতের। ২০০৭ বিশ্বকাপে আট ম্যাচে জিতেছিল সৌরভের ভারত। বিস্তারিত পড়ুন: জয়ের ধারা অব্যাহত ভারতের, টানা নয়ে রেকর্ড
বিশ্বকাপের মঞ্চে উইকেট বিরাট কোহলির। বিস্তারিত পড়ুন : ভয়ঙ্কর ইন সুইং বোলারের উইকেট! গ্যালারিতে বিরাট গর্জন
কলিন অ্যাকারম্যানের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ৩১ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন কলিন। দ্বিতীয় ধাক্কা খেল ডাচরা।
ওয়েসলি বারেসির উইকেটের ধাক্কা সামলে ধীরে ধীরে এগোচ্ছে ডাচরা। ৬ ওভার শেষে ডাচদের স্কোর ১ উইকেটে ২৯।
ওয়েসলি বারেসির উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। দারুণ ক্যাচ উইকেটকিপার লোকেশ রাহুলের।
টার্গেট ৪১১। রান তাড়া করতে নামল নেদারল্যান্ডস। ওপেনিংয়ে ওয়েসলি বারেসি ও ম্যাক্স ও’ডড।
লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন বাস ডি’লিড। ৬৪ বলে ১০২ রান করে মাঠ ছাড়লেন রাহুল।
৬২ বলে শতরান লোকেশ রাহুলের। ৫০তম ওভারে বল করতে আসেন বাস ডি’লিড। তাঁর প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করেন কেএল রাহুল। এ বারের বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম শতরান রাহুলের।
সিনিয়র বিশ্বকাপে ডেবিউতে প্রথম শতরান করলেন শ্রেয়স আইয়ার। ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স।
৪০ বলে অর্ধশতরান লোকেশ রাহুলের। ভারতের টপ অর্ডারের প্রত্যেক ব্যাটার আজ হাফসেঞ্চুরি করেছেন।
হাফ সেঞ্চুরি করলেও শেষ রক্ষা হল না। ফিরলেন বিরাট।৪৯ তম সেঞ্চুরির জন্য় অপেক্ষা করতে হবে সেমিফাইনালের জন্য।
লক্ষ্যের দিকে এগোচ্ছেন বিরাট। পার করলেন অর্ধশতরান।
শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত। তবে শেষ রক্ষা হল না। ৬১ রান করে ফিরলেন হিটম্যান। ছক্কা হাঁকাতে গিয়েই পড়লেন ধরা।
হাফ সেঞ্চুরি করেই ফিরলেন গিল। মেকেরানের বলে অনবদ্য ক্যাচটি নিলেন নিদামানুরু।
রোহি্ত, গিল জুটিতে সেঞ্চুরি এল ভারতের ঘরে।
৩০ বলে হাফ সেঞ্চুরি এল শুভমন গিলের ব্য়াটে।
দুর্দান্ত ছন্দে ভারতের ওপেনিং জুটি। ১০ ওভার শেষে ভারতের ঝুলিতে ৯১ রান।
ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিল।
বিস্তারিত পড়ুন: ডাচদের বড় লক্ষ্য দিয়ে ‘নয়ে নয়’ করতে চায় রোহিতের ভারত
টস জিতে ডাচদের ফিল্ডিংয়ে পাঠালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বিস্তারিত পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে নজরে ‘নয়’, কম্বিনেশনে কি বদল করবেন রোহিত?