ICC World Cup 2023: ডাচদের বড় লক্ষ্য দিয়ে ‘নয়ে নয়’ করতে চায় রোহিতের ভারত
IND vs NED, ICC ODI World Cup 2023: নয়ে নবগ্রহ... ছেলেবেলা থেকেই এ কথা কমবেশি সকলে শুনে থাকে। ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে এ বার রোহিত শর্মার ভারত সেই 'নয়ে নবগ্রহ' করতে চাইছে। আসলে এখনও অবধি ওডিআই বিশ্বকাপে অপরাজিত ভারত। তাই এ বার নবম জয়ের লক্ষ্যে ডাচদের বিরুদ্ধে বেঙ্গালুরুতে নামছে টিম ইন্ডিয়া (Team India)।

বেঙ্গালুরু: বিশ্বকাপে (ICC World Cup 2023) অপরাজিত থেকেই সেমিফাইনালে নামতে চায় রোহিত শর্মার ভারত (India)। রবিবার বেঙ্গালুরুতে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হচ্ছে। আর টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে টানা ৮টি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। আজ রবিবার ভারতের সামনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, নেদারল্যান্ডস (Netherlands)। তাই স্কট এডওয়ার্ডসের টিমকে হারিয়ে ভারত চায় ‘নয়ে নয়’ করে শেষ চারে খেলতে। বেঙ্গালুরুতে টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবং টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হিটম্যান। টসের পর দুই দলের অধিনায়ক কী বললেব? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। কোনও আলাদা কারণ নেই। আমরা প্রথমে ব্যাটিং করি বা বোলিং, সবেতেই এখনও অবধি ভালো পারফর্ম করেছিল। আজ আবার ভালো খেলার সুযোগ রয়েছে। পুরো টুর্নামেন্টে আমরা যা পারফর্ম করেছি, তাতে ভীষণ খুশি। প্রতি ম্যাচেই যারা দলের জয়ে অবদান রেখেছে তাদের সকলকে সাধুবাদ দিতেই হবে।’
নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস টসের পর বলেছেন, ‘আমরাও ব্যাটিং বাছতাম। উইকেট ভালোই মনে হচ্ছে। তবে এই মাঠে রান তাড়া করাটাও মন্দ হবে না। আমরা দুটো ম্যাচ জিতেছি। আমরা আজ ভালো পারফর্ম করার চেষ্টা করব। আজকের ম্যাচে আমরা সম্ভবত এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শকদের সামনে খেলব। এই পরিবেশে ম্যাচটা উপভোগ করতে চাই। ভারতকে হারানোর মতো কোনও ফাঁকফোকরই পাওয়া যাচ্ছে না। আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।’
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।
নেদারল্যান্ডসের একাদশ – ম্যাক্স ও’ডড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঞ্জেলব্রেট, বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বিক, ভ্যান ডার মারওয়ে, আর্য দত্ত ও পল ভ্যান মিকেরেন।
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারত ও নেদারল্যান্ডস এর আগে দু’বার মুখোমুখি হয়েছে। তাও ওডিআই বিশ্বকাপেই। ২০০৩ সালে এবং ২০১১ সালের বিশ্বকাপে ডাচদের হারিয়েছিল ভারত। এ বারও তেমনটাই হয়তো হবে, বলছে ক্রিকেট মহল।
