IND vs NZ, 3rd T20 Highlights: বৃষ্টিতে টাই শেষ ম্যাচ, ১-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 22, 2022 | 4:44 PM

India vs New Zealand 3rd T20 Live Score: ম্যাকলিন পার্কে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ, 3rd T20 Highlights: বৃষ্টিতে টাই শেষ ম্যাচ, ১-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া
আজ হার্দিক-সাউদিদের টি২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ

Follow Us

ম্যাকলিন পার্ক: টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ক্রিকেটের মেগা টুর্নামেন্টের পর নিউজিল্যান্ড (New Zealand) সফরে গিয়েছে ভারতীয় দল। চলতি কিউয়ি সফরে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলার কথা ভারতীয় দলের। আজ শেষ হল তিন ম্যাচের টি২০ সিরিজ। বৃষ্টির ছায়া পড়েছে সিরিজের শেষ ম্যাচেও। যার ফলে তৃতীয় ম্যাচটি টাই হয়েছে। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কিউয়িদের অধিনায়ক টিম সাউদি। ১৯.৪ ওভারে ১৬০ রান তুলে আটকে যায় কিউয়িরা। ফলে এই ম্যাচ জিতে সিরিজ জিততে হলে ভারতকে তুলতে হত ১৬১ রান। বৃষ্টির কারণে টসে দেরি হয়েছিল। এর পর বৃষ্টির জন্য ম্যাচের ৯ ওভারের (টিম ইন্ডিয়া ৭৫/৪) মাথায় খেলা বন্ধ হয়ে যায়। শেষ অবধি ডিএলএস মেথডে ম্যাচ টাই বলে ঘোষণা করে দেওয়া হয়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

 

 

Key Events

১-০ সিরিজ জিতল ভারত

তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে টাই হয়েছে। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

ম্যাচের সেরা ও সিরিজের সেরা কে?

ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচের সেরার পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 22 Nov 2022 04:42 PM (IST)

    এক নজরে আজকের ম্যাচ

    • নেপিয়ারে বৃষ্টির কারণে আজকের ম্যাচে টসে দেরি হয়েছিল
    • টসে জিতেছিল নিউজিল্যান্ড
    • টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি
    • প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারের মাথায় ১৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড
    • ভারতের টার্গেট ছিল ১৬১
    • ৯ ওভারের পর বৃষ্টির কারণে আর ম্যাচ শুরু করা যায়নি
    • শেষ অবধি ডিএলএস মেথডে ম্যাচ টাই হয়
    • যার ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল মেন ইন ব্লু
  • 22 Nov 2022 03:59 PM (IST)

    ১-০ সিরিজ জিতল ভারত

    বৃষ্টি থামলেও নেপিয়ারে আর শুরু হল না ম্যাচ। তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচটি টাই হয়ে শেষ হল। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।


  • 22 Nov 2022 03:52 PM (IST)

    নেপিয়ারে বৃষ্টি বন্ধ হয়েছে

    নেপিয়ারে বৃষ্টি বন্ধ হয়েছে। আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমেছেন। কিছুক্ষণের মধ্যে জানা যাবে খেলা শুরু হবে কিনা।

  • 22 Nov 2022 03:26 PM (IST)

    ম্যাকলিন পার্কে ফের বৃষ্টি শুরু

    • ৯ ওভার শেষ হতেই ম্যাচে বাধা বৃষ্টি।
    • ক্রিজে রয়েছেন দীপক হুডা ও হার্দিক পান্ডিয়া।
    • ৯ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৭৫/৪।
    • এই ম্য়াচে জিতে সিরিজ জিততে হলে টিম ইন্ডিয়াকে তুলতে হবে ৬৬ বলে ৮৬ রান।
  • 22 Nov 2022 03:12 PM (IST)

    সূর্যকে ফেরালেন সোধি

    ঈশ সোধি তুলে নিলেন সূর্যকুমার যাদবের উইকেট। বড় ধাক্কা খেল ভারত। মাত্র ১৩ রান করে মাঠ ছাড়লেন স্কাই। গত ম্যাচে ৫১ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন সূর্য।

  • 22 Nov 2022 03:10 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • শুরুর ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে টিম ইন্ডিয়া
    • ক্রিজে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব
    • হার্দিক ব্যাট করছেন ২৩ রানে
    • স্কাই রয়েছেন ১২ রানে
  • 22 Nov 2022 03:04 PM (IST)

    ৫ ওভারে ভারত ৫০/৩

    • ভারতের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ
    • শুরুর ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে মেন ইন ব্লু
    • ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব
  • 22 Nov 2022 02:53 PM (IST)

    শ্রেয়সকে ফেরালেন সাউদি

    টিম সাউদি তুলে নিলেন শ্রেয়স আইয়ারের উইকেট। শুরুতেই তিন তিনটে উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। শূন্যে ফিরলেন শ্রেয়স।

  • 22 Nov 2022 02:51 PM (IST)

    ঋষভের উইকেট হারিয়ে ফেলল ভারত

    ফের ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ঋষভ পন্থের উইকেট তুলে নিলেন টিম সাউদি। ৫ বলে ১১ রান করে ড্রেসিংরুমে ফিরলেন হার্দিকের ডেপুটি।

  • 22 Nov 2022 02:49 PM (IST)

    ঈশান আউট

    ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন অ্যাডাম মিলনে। ১১ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন ঈশান।

  • 22 Nov 2022 02:35 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    টিম ইন্ডিয়ার টার্গেট ১৬১। রান তাড়া করতে নামল ভারত। ওপেনিংয়ে ঈশান কিষাণ ও ঋষভ পন্থ।

  • 22 Nov 2022 02:24 PM (IST)

    কিউয়িরা থামল ১৬০ রানে

    • নির্ধারিত ২০ ওভার অবধি খেলতে পারল না কিউয়িরা।
    • ১৯.৪ ওভারে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস।
    • ১৬০ রানে অল আউট হয়ে গেল সাউদির দল।
    • ভারতের টার্গেট ১৬১।
    • টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।
    • ১টি উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল।
    • নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেছেন ডেভন কনওয়ে (৫৯)।
  • 22 Nov 2022 02:22 PM (IST)

    সাউদি আউট

    হর্ষল প্যাটেল ভারতকে এনে দিলেন শেষ উইকেটটি।

  • 22 Nov 2022 02:18 PM (IST)

    রান আউট মিলনে

    মহম্মদ সিরাজের দুরন্ত থ্রো ছিটকে দিল অ্যাডাম মিলনের স্টাম্প। নবম উইকেট হারিয়ে ফেলল নিউজিল্যান্ড।

  • 22 Nov 2022 02:15 PM (IST)

    অর্শদীপের চতুর্থ শিকার সোধি

    পরপর উইকেট হারিয়ে ফেলছে কিউয়িরা। বোঝাই যাচ্ছে সিরাজ-অর্শদীপরা রীতিমতো চাপে ফেলছে কিউয়িদের। এ বার অর্শদীপের শিকার ঈশ সোধি।

  • 22 Nov 2022 02:14 PM (IST)

    ড্যারেল মিচেল আউট

    অর্শদীপ সিং ১৯তম ওভারে তুলে নিলেন ড্যারেল মিচেলের উইকেট। ১০ রান করে মাঠ ছাড়লেন মিচেল। সপ্তম উইকেট পেল ভারত। আজ অর্শদীপের এটি তৃতীয় উইকেট।

  • 22 Nov 2022 02:11 PM (IST)

    সিরাজের শিকার এ বার স্যান্টনার

    ১৮তম ওভারের পঞ্চম বলে মিচেল স্যান্টনারের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। পর পর উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচে এটি সিরাজের চতুর্থ উইকেট।

  • 22 Nov 2022 02:08 PM (IST)

    জিমি আউট

    ১৮তম ওভারের প্রথম বলে জিমি নিশ্যামের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। কোনও রান না করেই মাঠ ছাড়েন জিমি।

  • 22 Nov 2022 02:05 PM (IST)

    কনওয়ের উইকেট তুলে নিলেন অর্শদীপ

    অবশেষে ডেভন কনওয়ের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ৪৯ বলে ৫৯ রান করে মাঠ ছাড়লেন কিউয়ি ওপেনার।

    ১৭ ওভারে নিউজিল্যান্ডের স্কোর – ১৪৭/৪

  • 22 Nov 2022 01:59 PM (IST)

    ফিলিপস ফিরলেন ড্রেসিংরুমে

    দারুণ ক্যাচ ভুবির

    ফাইন লেগে দারুণ ক্যাচ ভুবনেশ্বর কুমারের। ভারতের উইকেটের অপেক্ষা মেটালেন মহম্মদ সিরাজ। ৩৩ বলে ৫৪ রান করে মাঠ ছাড়লেন গ্লেন ফিলিপস।

     

  • 22 Nov 2022 01:53 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ১২৯/২

    • নিউজিল্যান্ডের ইনিংস বাকি ৫ ওভারের
    • ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে কিউয়িরা স্কোরবোর্ডে তুলেছে ১২৯ রান
    • কনওয়ে-ফিলিপস জুটিতে এগিয়ে চলেছে কিউয়িরা
  • 22 Nov 2022 01:51 PM (IST)

    ফিলিপসের অর্ধশতরান

    ডেভন কনওয়ের পর ভারতের বিরুদ্ধে ম্যাকলিন পার্কে টি২০ সিরিজের শেষ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করে নিলেন গ্লেন ফিলিপস।

  • 22 Nov 2022 01:43 PM (IST)

    কনওয়ের হাফসেঞ্চুরি

    ভারতের বিরুদ্ধে ম্যাকলিন পার্কে টি২০ সিরিজের শেষ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে।

  • 22 Nov 2022 01:28 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৭৪/২

    • নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • ইনিংসের মাঝপথে কিউয়িদের স্কোর ২ উইকেটে ৭৪।
    • কনওয়ে-ফিলিপস জুটিতে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড।
  • 22 Nov 2022 01:08 PM (IST)

    দ্বিতীয় ধাক্কা খেল কিউয়িরা

    মার্ক চ্যাপম্যানের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। পাওয়ার প্লে-র মধ্যে দ্বিতীয় ধাক্কা খেল কিউয়িরা। ১২ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন চ্যাপম্যান।

  • 22 Nov 2022 01:05 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ৪৪/১

    • নিউজিল্যান্ডের ইনিংসের ৫ ওভারের খেলা শেষ
    • ক্রিজে ডেভন কনওয়ে ও মার্ক চ্যাপম্যান
    • কনওয়ে ব্যাট করছেন ২২ রানে, মার্ক রয়েছেন ১২ রানে
    • শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে কিউয়িরা
  • 22 Nov 2022 12:50 PM (IST)

    ফিন আউট

    প্রথম ধাক্কা খেল নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের উইকেট তুলে নিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন অর্শদীপ সিং। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন কিউয়ি ওপেনার।

  • 22 Nov 2022 12:43 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংস শুরু

    অবশেষে শুরু হল ভারত-নিউজিল্যান্ড টি২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ। নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন।

  • 22 Nov 2022 12:31 PM (IST)

    বৃষ্টি বন্ধ হল

    আবার বন্ধ হল বৃষ্টি। খেলা শুরুর অপেক্ষা হল শুরু। এই সিরিজের প্রতিটি ম্যাচেই দুই দলকে তাড়া করল বৃষ্টি। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ চলাকালীন বৃষ্টির কারণে কিছুক্ষণ ম্যাচ বন্ধ ছিল। আর আজও বরুণ দেব তাঁর খেলা দেখাচ্ছেন।

  • 22 Nov 2022 12:21 PM (IST)

    ফের বৃষ্টি শুরু নেপিয়ারে

    বৃষ্টির কারণে আজ দেরিতে টস হল। যদিও বা টস হল, এর পর ম্যাচ শুরু হওয়ার আগে ফের বৃষ্টি বাদ সাধল। ফের পিচ ঢাকতে হল কভারে। এ বার দেখার কখন বৃষ্টি থামে এবং খেলা শুরু হয়।

  • 22 Nov 2022 12:07 PM (IST)

    মেন ইন ব্লুর একাদশ

    টি২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের একাদশে এক পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আজ মেন ইন ব্লুর একাদশে এসেছেন হর্ষল প্যাটেল।

    ভারতের একাদশ: ঈশান কিষাণ, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, মহম্মদ সামি এবং যুজবেন্দ্র চাহাল।

  • 22 Nov 2022 12:06 PM (IST)

    কিউয়িদের একাদশ

    নিউজিল্যান্ডের একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, জেমস নিশ্যাম, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে এবং লকি ফার্গুসন।

  • 22 Nov 2022 12:04 PM (IST)

    টস আপডেট

    নেপিয়ারে বৃষ্টি থামার পর হল টস। আর টি২০ সিরিজের নির্ণায়ক ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি।

  • 22 Nov 2022 11:59 AM (IST)

    বৃষ্টি বন্ধ, জানা গেল টসের সময়

    ম্যাকলিন পার্কে বৃষ্টি বন্ধ হয়েছে।

  • 22 Nov 2022 11:57 AM (IST)

    ম্যাচের আগে কী বললেন দীপক হুডা?

    কত নম্বরে ব্যাট করতে চান তিনি?

    বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচের টসে দেরি হচ্ছে। সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে ভারতীয় তারকা অলরাউন্ডার দীপক হুডা বলেন, “আমি একজন ব্যাটিং অলরাউন্ডার, তাই রান করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আমার বোলিং নিয়েও কাজ করছি এবং দলের যখনই আমাকে প্রয়োজন হবে তখনই আমি সেখানে সেরাটা চাই। আমি আমার অভিষেকের পর থেকেই একজন অলরাউন্ডার হিসেবে খেলছি, আমি গত ৩ মাস ধরে আমার বোলিংয়ে কঠোর পরিশ্রম করেছি। এমনকি যখন আমি দলে থাকতাম না তখনও বোলিং নিয়ে কাজ করে গিয়েছি। আমি ৫ নম্বরে ব্যাটিং করতে চাই, আমাদের একজন কিংবদন্তি ৩ নম্বরে খেলছে এবং আমাকে বাস্তববাদী হতে হবে। আমি সেই জায়গাটা পেতে পারি না। মাঝে মাঝে ৫ বা ৬-এ ব্যাটিংয়ে মানিয়ে নিতে সমস্যা হয়, কিন্তু আমি সেই ভূমিকাটা পালন করছি কারণ আমি একজন ইউটিলিটি প্লেয়ার। এবং জানি খেলার পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।”

  • 22 Nov 2022 11:37 AM (IST)

    ম্যাকলিন পার্কে শুরু বৃষ্টি

    ম্যাকলিন পার্কে বৃষ্টির কারণে সিরিজের নির্ণায়ক ম্যাচের টসে হবে দেরি।

  • 22 Nov 2022 11:22 AM (IST)

    ম্যাচের আগে চোখ বুলিয়ে নিন ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি২০ ম্যাচের প্রিভিউতে

  • 22 Nov 2022 11:16 AM (IST)

    দুপুর ১২টায় শুরু হবে আজকের ম্যাচ

    আর কিছুক্ষণের অপেক্ষা। দুপুর ১২টা নাগাদ শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের টি২০ সিরিজের শেষ ম্যাচ।

  • 22 Nov 2022 11:11 AM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২২ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ১২ বার এবং ম্যাচ অমীমাংসিত ১টি। এ ছাড়া, চলতি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।