India vs Pakistan: আটচল্লিশ ঘণ্টা আগে হঠাৎ রদবদল এশিয়া কাপে! ভারত-পাক ম্যাচে রিজার্ভ ডে
Asia Cup 2023: রবিবার এশিয়া কাপের মহারণ। সুপার ফোরের ম্যাচে মুখোমুখি নামতে চলেছেন রোহিত শর্মা-বাবর আজম। রবিবার যদি বৃষ্টিতে ধুয়ে যায় ম্যাচ? ক্রিকেট ভক্তদের জন্য সুখবর নিয়ে এল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
কলম্বো: এশিয়া কাপ (Asia Cup 2023) কি বৃষ্টিতে ধুয়ে যেতে পারে? শ্রীলঙ্কায় টুর্নামেন্ট শুরুর আগে থেকে এ নিয়েই চলছে আলোচনা। গ্রুপ লিগের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে তার প্রভাবও পড়েছে। বৃষ্টিতে ধুয়ে গিয়েছে ম্যাচে শেষ ইনিংস। কলম্বো থেকে ডাম্বুলায় ম্যাচ সরানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু সম্প্রচারকারী চ্যানেলের আপত্তির কারণে তা সরানো যায়নি। রবিবারের সুপার ফোরের ভারত-পাক ম্যাচ ঘিরে তাই থেকেই যাচ্ছে আশঙ্কা। বৃষ্টিতে ফের ধুয়ে যাবে না তো ম্যাচ? এই আশঙ্কাকে হঠাৎই মাঠের বাইরে ফেলে দিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। বিশ্বের অন্যতম উত্তেজক ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে জানা যাচ্ছে, ম্য়াচের গুরুত্ব, দর্শক, বিজ্ঞাপনদাতাদের কথা ভেবে রিজার্ভ ডে রাখা হয়েছে ভারত-পাক ম্যাচে। অর্থাৎ, রবিবার কোনও কারণে রোহিত শর্মা ও বাবর আজমদের ম্যাচ যদি ভেস্তে যায়, তা হলে বাকি ম্যাচ হবে সোমবার। এতেই শেষ নয়, রয়েছে বেশ চমকে দেওয়ার মতো তথ্য। কী সেই তথ্য? TV9Bangla Sports এ বিস্তারিত।
যে কোনও টুর্নামেন্ট শুরুর আগে সাধারণত সূচিতে দিনক্ষণ পরিষ্কার করে দেওয়া হয়। রিজার্ভ ডে থাকলে তাও বলে দেওয়া হয়। কিন্তু এশিয়া কাপের সূচিতে তা দেওয়া হয়নি। হঠাৎই এই বদল কেন? দিন কয়েক আগে সরকারি ভাবে ভারতীয় টিমকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছিল, রবিবারের ম্যাচ যদি বৃষ্টির কবলে পড়ে, তা হলে রিজার্ভ ডে থাকবে। বাকি ম্যাচ হবে পরের দিন। তাতে সম্মতি দিয়েছে ভারতীয় টিম। তার থেকেও আশ্চর্যের তথ্য হল, শুধু মাত্র এই ম্যাচের ক্ষেত্রেই থাকছে রিজার্ভ ডে। বাকি টুর্নামেন্ট আর কোনও ম্যাচে রিজার্ভ ডে নেই।
এক বিবৃতিতে এসিসি বলছে, এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখা হচ্ছে। ১০ সেপ্টেম্বর, রবিবার যা হওয়ার কথা। যদি বৃষ্টিতে কোনও কারণে রবিবারের ম্যাচ বিঘ্নিত হয়, বাকি ম্যাচ হবে ১১ সেপ্টেম্বর।’ এসিসির চেয়ারম্যান জয় শাহ। যিনি আবার বিসিসিআইয়ের সচিবও। হঠাৎ কেন এই বদল? জানা যাচ্ছে, স্পনসরদের তরফে চাপ রয়েছে। এই ম্যাচ বিশ্বকাপের আগে যেমন আর্থিক ভাবে লাভবান করবে এসিসিকে, তেমনই ভারত-পাক মহারণ দেখার জন্য মুখিয়ে রয়েছে তামাম এশিয়া। যে কারণে রিজার্ভ ডে রাখা হয়েছে।