India vs Pakistan, Retro Story: পাক ম্যাচে সেঞ্চুরি মিস, সচিনকে দেখে কেন হেসেছিলেন বীরু?
২০১১ সালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ওই ম্যাচ ঘিরেও রোমাঞ্চ কম ছিল না। ওয়ান ডে বিশ্বকাপে ভারত কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে হারেনি। এখনও সেই রেকর্ড অটুট। ২০১১ সালের মহাম্যাচে সচিন ওপেন করতে নেমে ৮৫ করেছিলেন। তাঁর সঙ্গী ওপেনার বীরু আউট হয়ে যান তার আগেই। সইদ আজমলের বলে আউট হয়ে সচিন সেঞ্চুরি মিস করেন।
নয়াদিল্লি: ১৯৮৩ সালে কপিল দেবের ভারতের পর ২০১১ সালে বিশ্বকাপ (ICC World Cup) জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম। ইতিহাস তৈরি হয়েছিল আরও একবার। ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে ভিকট্রি ল্যাপ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই ছবি আজও অমলিন ক্রিকেট বিশ্বে। ১২ বছর পর ভারতের মাটিতে ফের বিশ্বকাপ। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আবার ইতিহাস ফেরাতে পারবেন কিনা, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। এই মুহূর্তে বিশ্বকাপ অবশ্য সবচেয়ে বেশি মজে শনিবারের মেগা ম্যাচ নিয়ে। আমেদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ওই ম্যাচে কোন টিম জিতবে, তা নিয়ে চলছে প্রবল আলোচনা। আসলে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই নতুন নতুন গল্পের জন্ম নেওয়া। ২০১১ সালেও ছিল এমন এক অজানা কাহিনি। যা তুলে ধরেছেন বীরেন্দ্র সেওয়াগ। কী সেই গল্প? TV9Bangla Sports তুলে ধরল।
২০১১ সালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ওই ম্যাচ ঘিরেও রোমাঞ্চ কম ছিল না। ওয়ান ডে বিশ্বকাপে ভারত কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে হারেনি। এখনও সেই রেকর্ড অটুট। ২০১১ সালের মহাম্যাচে সচিন ওপেন করতে নেমে ৮৫ করেছিলেন। তাঁর সঙ্গী ওপেনার বীরু আউট হয়ে যান তার আগেই। সইদ আজমলের বলে আউট হয়ে সচিন সেঞ্চুরি মিস করেন। ডাগআউটে যখন ফেরেন মাস্টার ব্লাস্টার, সেওয়াগ হেসেছিলেন। কেন, সেই গল্পই শোনালেন বীরু।
সেওয়াগ বলেছেন, ‘সচিন আমাকে হাসতে দেখে বলেছিল, আমি জানি তুমি আমাকে কেন হাসছ! আমি জানতে চেয়েছিলাম, কেন? সচিন বলেছিল, সেঞ্চুরির আগেই আমি আউট হয়ে গেলাম। যদি আমি সেঞ্চুরি করি, তা হলে টিম হারবে। আমি অবাক হয়ে বলেছিলাম, তুমি আমার মনের কথা বুঝতে কী করে! এর আগেও তুমি দুটো সেঞ্চুরি করেছ, একটা আমরা হেরেছি, একটা টাই হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ সচিন সে দিন সেঞ্চুরি করেনি। আমরাও বিশ্বকাপটা জিততে পেরেছিলাম।’
বীরেন্দ্র সেওয়াগ মজার মানুষ। ক্রিকেট মাঠেও নানা রকম মজা করতেন। ড্রেসিংরুমও জমিয়ে রাখতেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বীরুর সঙ্গে দীর্ঘদিন ওয়ান ডে ফর্ম্যাটে ওপেন করেছেন সচিন। যে কারণে দুই ক্রিকেটারের সম্পর্ক এত ভালো।