
পুরুষদের ক্রিকেটে দুরন্ত সাফল্যের পর এ বার মহিলা ক্রিকেট। ভারতের মাটিতে চলছে মেয়েদের ওয়ান ডে ক্রিকেট (ICC Women’s ODI World Cup) বিশ্বকাপ। টুর্নামেন্টের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা (Sri Lanka)। মূল টুর্নামেন্ট ভারতে (India) হলেও পাকিস্তান সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তান (Pakistan Women’s Cricket Team) ফাইনালে উঠলে শ্রীলঙ্কায় হবে ট্রফির ম্যাচও। তবে ফাইনালে উঠতে এখনও অনেক পথ পেরোতে হবে পাকিস্তানকে। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team)। অন্য দিকে, কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে লজ্জার হার পাকিস্তানের। দু-দলের কাছেই প্রথম ম্যাচ অতীত। নজরে রবিবারের ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ।
সদ্য এশিয়া কাপ জিতেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাকিস্তানকে মোট তিন বার হারিয়েছে এশিয়া কাপে। গ্রুপ, সুপার ফোরে পুরোপুরি একপেশে জয়। ফাইনালে সাময়িক প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। কাল, রবিবার ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানোই লক্ষ্য হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের। কলম্বোয় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটিতে দেখা গিয়েছিল, বোলারদের জন্য দারুণ সাহায্য রয়েছে। বিশেষ করে প্রথম ইনিংসে। তার মানে কি ব্যাটারদের যম? একেবারেই নয়। ক্রিজে পড়ে থাকলে রান রাওয়া সম্ভব, বাংলাদেশ দেখিয়েছে। গুয়াহাটির পিচের সঙ্গে খুব একটা ফারাক নেই বলা যায়।
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ব্যক্তিগত দ্বৈরথের জায়গা খুব একটা নেই। পুরুষদের ক্রিকেটের মতোই ভারতের একপেশে জয়ের পরিসংখ্যান। দলগত শক্তির দিক থেকেও অনেকটা পিছিয়ে পাকিস্তান। এরপরও কিছু রোমাঞ্চকর পরিস্থিতি দেখা যেতে পারে। তেমনই এই ম্যাচেও নো-হ্যান্ডশেক পলিসি থাকার কথা।
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কবে হবে?
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে আগামী কাল ৫ অক্টোবর (রবিবার)।
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে।
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন শুরু?
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি বিকেল ৩টে থেকে। তার আধঘণ্টা আগে অর্থাৎ দুপুর ২.৩০টায় টস।
ওয়ান ডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
টেলিভিশনে স্টার স্পোর্টসে দেখা যাবে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের ম্যাচটি। পাশাপাশি জিওহটস্টারে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming)। বাংলা ভাষায় ম্যাচের সমস্ত আপডেট পাওয়া যাবে TV9Bangla-র ওয়েবসাইটে।