পার্ল: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ এখন অতীত। টিম ইন্ডিয়ার (Team India) পাখির চোখ এ বার প্রোটিয়াদের বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে। ডিন এলগারের দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে টেস্ট হেরেছে ভারত (India)। এ বার সীমিত ওভারের ফর্ম্যাটে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বে কেএল রাহুলের ভারত। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি টেস্ট ও একদিনের সিরিজ থেকে ছিটকে যান। তাঁর বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ৪ নম্বরে রয়েছে ভারত এবং ৫ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৪বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ২২ বার জিতেছে প্রোটিয়ারা এবং ১০ বার জিতেছে ভারত। ২ বার কোনও ফলাফল পাওয়া যায়নি।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটি কবে শুরু হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটি আজ বুধবার (১৯ জানুয়ারি) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটি পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে (Boland Park, Paarl) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটি শুরু হবে দুপুর ২.০০ টো নাগাদ। ম্যাচের আগে ১.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: India vs South Africa: ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য রেখেই আজ থেকে নতুন যাত্রা শুরু দ্রাবিড়ের ভারতের