India vs South Africa: ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য রেখেই আজ থেকে নতুন যাত্রা শুরু দ্রাবিড়ের ভারতের

কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে প্রথম একদিনের সিরিজ জিততে চান রাহুল দ্রাবিড়। ভেঙে যাওয়া দলের মনোবল ফেরাতে পারেন তিনিই। ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল অনেক উত্থান-পতনের সাক্ষী। তিনি জানেন, এই দলের হাল কি ভাবে ফিরতে পারে। সব কিছু ভুলে একদিনের ম্যাচে ফোকাস করার কথা বলছেন নেতা রাহুলও। বোল্যান্ড পার্কের উইকেট থেকে স্পিনাররা বাড়তি সাহায্য পাবেন। অশ্বিনের খেলার সম্ভাবনা প্রবল।

India vs South Africa: ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য রেখেই আজ থেকে নতুন যাত্রা শুরু দ্রাবিড়ের ভারতের
ভারত বনাম দঃ আফ্রিকা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2022 | 9:00 AM

পার্ল: টেস্ট সিরিজ হার, বিরাটের ক্যাপ্টেন্সি ছেড়ে বেড়িয়ে আসা- দুইয়ে মিলিয়ে মোটেই ভালো নেই টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুম। আজ পার্লে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। টেস্ট সিরিজ হারের বদলা নিতে চান রাহুলরা। কিন্তু মাঠের চেয়েও মাঠের বাইরের বিষয় নিয়েই এখন ভারতীয় ক্রিকেট সবচেয়ে বেশি চর্চিত। কে হবেন টেস্ট দলের অধিনায়ক? প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছে ক্রিকেটমহল। একাংশ চাইছে রোহিতকে, একাংশ চাইছে রাহুলকে (KL Rahul)। আবার গাভাসকরের মতো বিশেষজ্ঞরা চাইছেন পন্থকে। টেস্টে ক্যাপ্টেন বিরাটের বিকল্প এখনও তৈরি হয়নি। আজ প্রথম একদিনের ম্যাচেও যাবতীয় লাইমলাইটের কেন্দ্রে সেই বিরাট কোহলি (Virat Kohli)। ৭ বছর পর সাধারণ ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন। নেতৃত্বের অলঙ্কার ছেড়ে বেরিয়ে এসেছেন। ২ বছর বিরাটের ব্যাটে সেঞ্চুরি নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই খরা কাটিয়ে আবারও ব্যাট উঁচিয়ে বিরাট সেলিব্রেশন দেখতে চান ক্রিকেটপ্রেমীরা।

কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে প্রথম একদিনের সিরিজ জিততে চান রাহুল দ্রাবিড়। ভেঙে যাওয়া দলের মনোবল ফেরাতে পারেন তিনিই। ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল অনেক উত্থান-পতনের সাক্ষী। তিনি জানেন, এই দলের হাল কি ভাবে ফিরতে পারে। সব কিছু ভুলে একদিনের ম্যাচে ফোকাস করার কথা বলছেন নেতা রাহুলও। বোল্যান্ড পার্কের উইকেট থেকে স্পিনাররা বাড়তি সাহায্য পাবেন। অশ্বিনের খেলার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন বাদে একদিনের দলে ডাক পেয়েছেন তিনি। যুজবেন্দ্র চাহালও ফিরেছেন দলে। তাঁরও খেলার সম্ভাবনা রয়েছে। অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের উপরেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা না থাকায় কেএল রাহুল ওপেনিং করবেন। তাঁর সঙ্গী হতে পারেন শিখর ধাওয়ান। দীর্ঘদিন বাদে জাতীয় দলে কামব্যাক করেছেন গব্বর। তিনে আসবেন বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়স আইয়ার অথবা সূর্যকুমার যাদব। পাঁচে ঋষভ পন্থ। ছয়ে ভেঙ্কটেশ আইয়ার। দুই স্পিনার অশ্বিন আর চাহাল। তিন পেসার বুমরা, ভুবনেশ্বর কুমার আর সিরাজ। যদিও শার্দূল ঠাকুর, দীপক চাহাররাও রয়েছেন পেস অ্যাটাকে। ম্যাচের দিন সকালেই দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। পরের বছরই দেশের মাটিতে বিশ্বকাপ। সেই লক্ষ্য নিয়েই আজ থেকে নতুন শুরু করতে চায় রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া।

ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার/সূর্যকুমার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ।

আরও পড়ুন: India vs South Africa: বিরাট মন্ত্রেই দীক্ষা রাহুলের