কলকাতা: রবিবারের মহারণ! ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। যদিও জাডেজার ‘বিরাট’ শোয়ে হল এক পেশে ম্যাচ। বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক এবং বিধ্বংসী দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত টিম ইন্ডিয়ার (Team India)। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল ভারত, দক্ষিণ আফ্রিকার। সে কারণেই দুই সেরা দলের রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষা ছিল। যদিও ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ প্রোটিয়াদের। জন্মদিনে বিরাট কোহলির সেঞ্চুরি ইডেনের বিরাট প্রাপ্তি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ আপডেট পেতে চান? তবে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
এ বারের বিশ্বকাপে অন্যতম ধারাবাহিক এবং বিধ্বংসী দল দক্ষিণ আফ্রিকা। তাদের বিরুদ্ধে একপেশে জয় ভারতের। বিস্তারিত পড়ুন: জাডেজার পাঁচে টানা অষ্টম, বিরাট জয়ে শীর্ষস্থান মজবুত ভারতের
যুবরাজ সিংয়ের রেকর্ডে ভাগ বসালেন জাডেজা। যুবির পর ভারতের প্রথম বাঁ হাতি স্পিনার হিসেবে পাঁচ উইকেট জাড্ডুর।
প্রথম পাওয়ার প্লে-তে মাত্র ৩৫ রান দক্ষিণ আফ্রিকার। সিরাজ, জাডেজার পর উইকেট সামিরও। ঘরের মাঠে প্রথম ওভারেই উইকেট নিলেন দুরন্ত ছন্দে থাকা সামি।
মুগ্ধকর ইনিংস, দুর্দান্ত রেকর্ড, স্মরণীয় মুহূর্ত। বিস্তারিত পড়ুন: স্বর্গোদ্যানে পারিজাত ইনিংস, জন্মদিনে মাস্টারকে ছুঁলেন কিং
একশো বল খেললেও ছক্কা মারেননি বিরাট। কতটা ফোকাসড বোঝাই যাচ্ছে। তাবরাইজ শামসির নেগেটিভ বোলিংয়ে বিরক্ত বিরাট।
মার্কো জানসেনের বোলিংয়ে চোখ ধাঁধানো বাউন্ডারিতে হাফসেঞ্চুরি পূর্ণ শ্রেয়সের। শট দেখে অবাক বিরাট কোহলিও। তিনিও সাবাশি দিলেন শ্রেয়সকে
একটা ধাপ পেরোলেন বিরাট! ৬৭ বলে হাফসেঞ্চুরিতে কিং কোহলি। এ বার অপেক্ষা তিন অঙ্কের রানের।
হাঁফ ছেড়ে বাঁচল ইডেন! কট বিহাইন্ডের আবেদন। অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা নটআউট দেন। যদিও সাউন্ড ছিল। কিপার কুইন্টন ডি’ককের পরামর্শে রিভিউ নেন তেম্বা বাভুমা। স্নিকোতে ধরা পড়ে সেটি ব্যাট-প্যাডের আওয়াজ।
মাত্র ২৩ রান করে ফিরলেন শুভমন গিল।
ছন্দে ছিলেন, তবে ফিরতে হল রোহিতকে। ৪০ রান করে ফিরলেন তিনি। ক্রিজে গিল ও বিরাট জুটি।
এবি ডেভিলিয়ার্সের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন রোহিত। এক বছরে ৫৮ ছক্কা হাঁকিয়ে এবিডিকে ছাঁপিয়ে গেলেন হিটম্যান।
মাঠে নেমেই ঝড় তুলছেন রোহিত। চার ছয়ের বন্যার সঙ্গে ২০ বলে ৩৪ রান তুলে নিলেন হিটম্যান।
শুরু হল ভারতের ইনিংস। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিল জুটি।
বিস্তারিত পড়ুন: ‘ইডেনে খেলতে ভালোবাসে দল’ : টস জিতে বললেন রোহিত শর্মা
টস জিতে প্রোটিয়াদের ফিল্ডিংয়ে পাঠালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
মাঠ মাতাতে হাজির ভক্তরা।
বিস্তারিত পড়ুন:এক্সক্লুসিভ: রবিবাসরীয় ইডেনে এবি ডেভিলিয়ার্স?
বিরাটের জন্মদিনে সিএবির তরফে বিশেষ উপহার সোনার জল করা ব্য়াট।
বিস্তারিত পড়ুন: টেবল টপারের লড়াইয়ে অপেক্ষা ‘বিরাট’ শো