ICC ODI World Cup 2023: ‘ইডেনে খেলতে ভালোবাসে দল’ : টস জিতে বললেন রোহিত শর্মা
Rohit Sharma: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইডেনে খেলা নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করছে রোহিতের মধ্যে। এই প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলছেন, "ইডেনে খেলতে সবসময়ই ভালো লাগে। শুধু আমি একা নই, গোটা দল এই ঐতিহাসিক মাঠে খেলতে ভালোবাসে। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের টপ দুই দলের খেলা আজ।
কলকাতা: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জ্বরে আচ্ছন্ন শহর। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছ। আজকের নিয়মরক্ষার ম্য়াচে দুই দলের একটাই লক্ষ্য, গ্রুপ পর্বে শীর্ষস্থানে থাকা। ম্যাচের আগে টসের পর কী বলছেন দুই দলের অধিনায়করা? বিস্তারিত TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইডেনে খেলা নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করছে রোহিতের মধ্যে। এই প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলছেন, “ইডেনে খেলতে সবসময়ই ভালো লাগে। শুধু আমি একা নই, গোটা দল এই ঐতিহাসিক মাঠে খেলতে ভালোবাসে। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের টপ দুই দলের খেলা আজ। ভালো তো লাগছেই। দলও তৈরি।” উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি রোহিত। তাই এক দল নিয়েই দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবেন তিনি জানিয়ে দেন। অন্যদিকে ভারতের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। টসের পর বললেন, “আগে ব্যাট করলেও মন্দ হত না। তবে রান তাড়া করতেও তৈরি আমরা। নতুন অভিজ্ঞতা হবে।” দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন। জেরাল্ড কোয়েটজির পরীবর্তে রয়েছেন তাব্রাইজ শামসি।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল,সূর্যকুমার যাদব,রবীন্দ্র জাডেজা, মহম্নদ সামি,জসপ্রীত বুমরা,কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার একাদশ: তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্কব়্যাম, ডেভিড মিলার,মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুনগি এনগিডি, তাবরাইজ শামসি।