India vs West Indies, 2nd Test: ভারত-ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ম্যাচে অভিষেক বাংলার পেসার মুকেশের, টস জিতে কী বাছল ক্যারিবিয়ানরা?
IND vs WI: পোর্ট অব স্পেনে ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে নেমেছেন রোহিত শর্মা-ক্রেগ ব্রেথওয়েটরা। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্টে ম্যাচ এটি।
ত্রিনিদাদ: ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ঐতিহাসিক ম্যাচ আজ, ২০ জুলাই। পোর্ট অব স্পেনে ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে নেমেছেন রোহিত শর্মা-ক্রেগ ব্রেথওয়েটরা। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্টে ম্যাচ এটি। ঐতিহাসিক ম্যাচে টস জিতলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন টস এবং একাদশ আপডেট।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবেন রোহিতরা। এই মাইলস্টোন ম্যাচ স্মরণীয় হতে চলেছে বাংলার পেসার মুকেশ কুমারের জন্য। অবশেষে জাতীয় দলে অভিষেক হল মুকেশ কুমারের।
আজকের ম্যাচ বিরাট কোহলির জন্যও বিশেষ। কারণ, তিনি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৫০০তম ম্যাচে নামছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি পাননি বিরাট। ডমিনিকায় বিরাট ৭৬ রান করেছিলেন। এ বার দেখার মাইলফলক ম্যাচে কোহলি কেমন পারফর্ম করেন। উল্লেখ্য, জয় দিয়ে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছে রোহিত শর্মার ভারত। ডমিনিকায় ব্যাট হাতে দাপট দেখান ডেবিউ ম্যাচ খেলতে নামা যশস্বী জয়সওয়াল। বল হাতে কেরামতি দেখান ভারতের সিনিয়র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ডমিনিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে দুই দলে তিন ক্রিকেটারের ডেবিউ হয়েছিল। দ্বিতীয় টেস্টে ২ দলে দুই ক্রিকেটারের ডেবিউ হল। IND vs WI দ্বিতীয় টেস্টে শার্দূল ঠাকুরের জায়গায় একাদশে এসেছেন মুকেশ কুমার। শার্দূলের হালকা চোট রয়েছে বলে শিঁকে ছিড়ল মুকেশ কুমারের।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ।
পিচে কিছুটা আর্দ্রতা থাকায় টস জিতে ফিল্ডিং বাছার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে কার্ক ম্যাকেঞ্জির। রেমন রেইফারের জায়গায় সুযোগ পেলেন কার্ক ম্যাকেঞ্জি। রহকিম কর্নওয়ালের জায়গায় একাদশে ফিরলেন শ্যানন গ্যাব্রিয়েল।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), জেরমাইন ব্ল্যাকউড, জেসন হোল্ডার, কেমার রোচ, তেজনারায়ণ চন্দ্রপল, কার্ক ম্যাকেঞ্জি, জোসুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, অ্যালিক আথানেজ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।