AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs West Indies 2023: কুইন্স পার্কে জয়ী বৃষ্টি, WTC ফুল পয়েন্টের পরিকল্পনা জলে

India vs West Indies 2023, 100Th Test: প্রথম টেস্টে ইনিংস এবং ১৪১ রানের বিশাল ব্যবধানে হারের পর কুইন্স পার্ক ওভালে ঘুরে দাঁড়ানো। সব মিলিয়ে পঞ্চম দিন অনেক কিছুই হতে পারত। ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান।

India vs West Indies 2023: কুইন্স পার্কে জয়ী বৃষ্টি, WTC ফুল পয়েন্টের পরিকল্পনা জলে
Image Credit: twitter
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 2:08 AM
Share

টেস্ট ক্রিকেটের রুদ্ধশ্বাস আরও একটা দিন হতে পারত। মঞ্চ প্রস্তুত ছিল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট। বিরাট কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। প্রথম টেস্টে ইনিংস এবং ১৪১ রানের বিশাল ব্যবধানে হারের পর কুইন্স পার্ক ওভালে ঘুরে দাঁড়ানো। সব মিলিয়ে পঞ্চম দিন অনেক কিছুই হতে পারত। ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। দিনের পুরো ওভার খেলা হলে এই টেস্টও জিতে WTC-এর ফুল পয়েন্ট নিতে পারতো ভারত। হয়তো ওয়েস্ট ইন্ডিজ লড়াই করত। কিন্তু ভারত-ওয়েস্ট ইন্ডিজকে কোনও সুযোগই দিল না পোর্ট অব স্পেনের আবহাওয়া। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চতুর্থ দিন অনবদ্য পারফরম্যান্স দেখা গিয়েছে দু-দলের থেকেই। চতুর্থ দিন খেলা শুরুর পর মাত্র ৭.৪ ওভারে ২৬ রানে ওয়েস্ট ইন্ডিজের বাকি ৫ উইকেট নিয়েছিল ভারত। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন মহম্মদ সিরাজ। টেস্ট কেরিয়ারে দ্বিতীয় বার ফাইফার। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড় তোলে। মাত্র ২৪ ওভারে ১৮১-২ স্কোরে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৫ রান। শুরু থেকেই লড়ইয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে রবিচন্দ্রন অশ্বিনের জোড়া ধাক্কা। সেখান থেকে জয়ের স্বপ্নই দেখছিল ভারত। অশ্বিন-সিরাজরা যে ফর্মে রয়েছেন, তাতে পুরো একটা দিন ব্যাট করা সহজ ছিল না ওয়েস্ট ইন্ডিজের কাছে।

পঞ্চম দিনের শুরুতে বৃষ্টির কারণে হোটেল ছাড়েনি টিম। ক্রমশ আকাশ পরিষ্কার হয়। টিমও পৌঁছে যায়। মাঠ রেডি করতে সময় লাগবে। নির্ধারিত সময়ের আগেই লাঞ্চ ব্রেক নেওয়া হয়। মাঠ প্রস্তুত ছিল। ভারতীয় সময় ১০.৪৫ নাগাদ দিনের খেলা শুরুর কথা। কিন্তু সেই মুহূর্তে ফের বৃষ্টি। এরপর শুধুই অপেক্ষা। অবশেষে ভারতীয় সময় রাত ১২.১৮ নাগাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ম্যাচ ভেস্তে যাওয়ার কথা জানানো হয়। প্রথম ম্যাচ জেতায়, ১-০ ব্যবধানে সিরিজও জিতল ভারত। তবে WTC-এর পুরো পয়েন্ট নেওয়া হল না। জিতলে ১২ পয়েন্ট পেত ভারত। এই ম্যাচ ড্র হওয়ায় দু-দল পেল ৪ পয়েন্ট করে।