India vs West Indies 4th T20 Live Streaming: সিরিজে সমতা ফেরাতে পারবে মেন ইন ব্লু? জেনে নিন IND vs WI চতুর্থ T20 ম্যাচ কোথায় দেখবেন
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আর ২টি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে। সিরিজের শেষ ২টি টি-টোয়েন্টি হবে আমেরিকায়।
ফ্লোরিডা: মেন ইন ব্লুর মিশন মায়ামি সফল হবে? যদি এই মিশনে সফল হন হার্দিক পান্ডিয়ারা, তা হলে ক্যারিবিয়ান সফরের টি-২০ ট্রফি আসবে ভারতীয় শিবিরে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথমে টেস্ট এবং তারপর ওডিআই সিরিজ জিতেছে ভারত। কিন্তু টি-২০ সিরিজে জোড়া হারের মুখ দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যদিও তারপর ঘুরে দাঁড়িয়েছে ভারত। যেহেতু ৫ ম্যাচের টি-২০ সিরিজ (T20) তাই ভারতের ট্রফি জেতার সম্ভবনা এখনও টিকে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের শেষ ২ টি-টোয়েন্টি ম্যাচ হবে আমেরিকায়। এই ম্যাচ জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে ভারত। আর তা না হলে এই সিরিজ হবে নিকোলাস পুরানদের। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৮টি ম্যাচে জিতেছে ভারত ও ৯টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটি আগামী কাল শনিবার (১২ অগস্ট) হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটি ফ্লোরিডার লাউডারহিল স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ। ম্যাচের আগে ৭.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টেলিভিশনে দূরদর্শনের ছয়টি চ্যানেলে। সেগুলি হল – ডিডি স্পোর্টস, ডিডি পোডিগাই, ডিডি সপ্তগিরি, ডিডি ইয়াদাগিরি, ডিডি বাংলা এবং ডিডি চন্দনা। এ ছাড়া মোবাইলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচ এবং সিরিজের বাকি ম্যাচগুলি দেখা যাবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে। একইসঙ্গে বিনামূল্যে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ।