AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: রোহিতকে ফোন আনারকলির! কথোপকথন ফাঁস করলেন স্ত্রী ঋতিকা

India vs West Indies: ২০ জুলাই শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট তিন দিনে শেষ হয়ে যাওয়ায় ক'টা দিনের বাড়তি ছুটি পেয়েছেন বিরাট-রোহিতরা।

Rohit Sharma: রোহিতকে ফোন আনারকলির! কথোপকথন ফাঁস করলেন স্ত্রী ঋতিকা
Rohit Sharma: রোহিতকে ফোন আনারকলির! কথোপকথন ফাঁস করলেন স্ত্রী ঋতিকা
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 3:43 PM
Share

ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) দাপট দেখিয়ে প্রথম টেস্ট জেতার পর ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ৫ দিনের টেস্ট ম্যাচ ৩ দিনেই জিতে যাওয়ার পর নিজেদের মতো করে ডমিনিকায় ঘুরছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। দ্বিতীয় টেস্ট শুরু হাতে এখনও ৪ দিন সময় রয়েছে। তাই এখন ভারতীয় টিমে ছুটি ছুটি মেজাজ। এ বারের ক্যারিবিয়ান সফরে এখনও অবধি রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে তাঁদের স্ত্রীদের দেখা যায়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাই তাঁরা নিজেদের মতো করেই ছুটি কাটাচ্ছেন। এই ছুটির মাঝেই রোহিত শর্মার (Rohit Sharma) কাছে এসেছে আনারকলির ফোন। খোদ হিটম্যানই তা জানিয়েছেন। এই খবর জানতে পারার পর কী বলেছেন হিটম্যানের স্ত্রী ঋতিকা সজদে (Ritika Sajdeh)? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে সেখান থেকে ভারত অধিনায়ক রোহিত শর্মা একটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। যাতে দেখা গিয়েছে তিনি মোবাইলে কথা বলছেন। রোহিতের পরনে রয়েছে শর্টস, টি-শার্ট ও আকাশি রংয়ের টুপি। পায়ে ছিল হলুদ রংয়ের স্লিপার। আর তাঁর ওই ছবির পিছনে দেখা যাচ্ছিল পরিস্কার জল এবং মেঘে ঘেরা সুন্দর পাহাড়। ওই ছবির ক্যাপশনে রোহিত একটি লাল টেলিফোন ও হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘আনারকলির ফোন ছিল, আইসক্রিম খাওয়া অত্যন্ত জরুরি।’

রোহিতের সেই ইন্সটাগ্রাম পোস্টে তাঁর স্ত্রী ঋতিকা কমেন্ট করেন, ‘কিন্তু তখন তো তুমি আমাকে ফোন করেছিলে। আর কফি মেশিন ঠিক আছে কিনা জানতে চাইছিলে।’ রোহিতের এই ইন্সটা পোস্ট আর তাঁর স্ত্রী ঋতিকার মজার এই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Rohit Sharma and wife Ritika’s hilarious exchange after India's win in Dominica

রোহিত শর্মার ইন্সটাগ্রাম পোস্টে তাঁর স্ত্রী ঋতিকা সজদের কমেন্ট। (ছবি-রোহিত শর্মা ইন্সটাগ্রাম)

ভারত অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলি-অজিঙ্ক রাহানে-শার্দূল ঠাকুররাও বেশ ছুটি কাটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে।