AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs West Indies: দর্শকশূন্য ইডেনেই টি-টোয়েন্টি সিরিজ, বললেন সৌরভ

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কোভিডবিধি মেনে দর্শক প্রবেশে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এরপরই সিএবি-তে খুশির ছোঁয়া দেখা যায়। কিন্তু কয়েকদিন আগেই গুজরাত ক্রিকেট সংস্থার তরফ থেকে জানানো হয়, আমেদাবাদে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৩টে একদিনের ম্যাচের সিরিজ। এরপরই ইডেন নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি। ভারতের ৩ ক্রিকেটার এবং কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা সংক্রমিত হওয়ায় চিন্তা আরও বাড়তে থাকে। অবশেষে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই আজ খোলসা করে জানিয়ে দেন, ইডেনে দর্শকশূন্য গ্যালারিতেই হবে ৩টে টি-২০ ম্যাচ।

India vs West Indies: দর্শকশূন্য ইডেনেই টি-টোয়েন্টি সিরিজ, বললেন সৌরভ
ইডেন গার্ডেন্স। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 8:00 PM
Share

কলকাতা: ইডেনে (Eden Gardens) ভারত (India)-ওয়েস্ট ইন্ডিজ (West Indies) টি-টোয়েন্টি সিরিজে কি দর্শক হবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাত্‍কারে বলেন, ‘ইডেনে দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। সাধারণ মানুষের জন্য কোনও টিকিটের ব্যবস্থা করা হচ্ছে না। সিএবি কর্মকর্তা এবং প্রতিনিধিরাই শুধুমাত্র মাঠে থাকতে পারবে।’ বোর্ড সভাপতির এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্যের ক্রিকেট সংস্থায়। বোর্ড সভাপতি বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা বাদে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, ‘ইডেনে ভারত-ওঃ ইন্ডিজ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দর্শকশূন্য হবে কিনা; সে ব্যাপারে বোর্ডের তরফ থেকে আমরা এখনও কোনও চিঠি পাইনি। তাই এ বিষয়ে এখনই সিএবি কোনও প্রতিক্রিয়া দিতে পারছে না।’

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কোভিডবিধি মেনে দর্শক প্রবেশে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এরপরই সিএবি-তে খুশির ছোঁয়া দেখা যায়। কিন্তু কয়েকদিন আগেই গুজরাত ক্রিকেট সংস্থার তরফ থেকে জানানো হয়, আমেদাবাদে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৩টে একদিনের ম্যাচের সিরিজ। এরপরই ইডেন নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি। ভারতের ৩ ক্রিকেটার এবং কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা সংক্রমিত হওয়ায় চিন্তা আরও বাড়তে থাকে। অবশেষে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই আজ খোলসা করে জানিয়ে দেন, ইডেনে দর্শকশূন্য গ্যালারিতেই হবে ৩টে টি-২০ ম্যাচ।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ ঘিরে প্রস্তুতিও শুরু করে দিয়েছিল সিএবি। টিকিট ছাপানোর কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই বোর্ড সভাপতির মন্তব্যে সব কিছুই স্থগিত হয়ে গেল। চলতি মাসের ১৬, ১৮ আর ২০ তারিখ ইডেনে ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। ৬ দিনের ব্যবধানেই ৩টে ম্যাচ দেখার সুযোগ। দর্শকদের মধ্যেও বাড়ছিল উন্মাদনা। কিন্তু বোর্ড সভাপতির মন্তব্যের পর আপাতত তা বিশ বাঁও জলে। এখন দেখার, সরকারি ভাবে সিএবি এ বিষয়ে কোনও মত পোষণ করে কিনা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: রোহিতের কাছে বড় চ্যালেঞ্জ ফিট থাকাটা, বলছেন অজিত আগরকর