ISSF World Cup: জুনিয়র শুটিং বিশ্বকাপের স্কিটে সোনা ভারতের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 02, 2021 | 5:36 PM

প্রতিযোগিতায় ভারত এখন আছে দ্বিতীয় স্থানে। পদক সংখ্যা সাত। ভারতের ঝুলিতে আছে দুটি সোনা, তিনটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। সাতটি পদক নিয়ে প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দখলেও আছে সাতটি পদক। কিন্তু ঝুলিতে তিনটি সোনা থাকায় প্রথম স্থানে ইউএসএ।

ISSF World Cup: জুনিয়র শুটিং বিশ্বকাপের স্কিটে সোনা ভারতের
শুটিংয়ে সাফল্য ভারতের। ছবি: টুইটার

Follow Us

লিমা: শুক্রবার আইএসএসএফ (ISSF) জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে (junior World Championship) সফল দিন ভারতের। মহিলাদের স্কিট (skeet) ইভেন্টে সোনা (gold) ভারতের (India)। অন্য দিকে পুরুষ দল পেল ব্রোঞ্জ পদক। ইতালিকে হারিয়ে সোনা জয় ভারতের মেয়েদের। আরিবা খান, রাইজা ধিল্লো এবং গনিমত শেখঁ-র ভারতীয় দল ৬-০তে হারাল ইতালিকে।

স্কিট ইভেন্টে ভারতীয় দলের সদস্য গনিমত শেখঁ একদিন আগেই জিতেছেন ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছেন। চলতি বছরেই আইএসএসএফ সিনিয়র বিশ্ব কাপে পদক পেয়েছিলেন নয়াদিল্লিতে।

পুরুষদের স্কিট ইভেন্টে তুরক্সের দলকে হারিয়ে ব্রোঞ্জ পেলেন ভারতীয় দলে ছিলেন রাজীব গিল, আয়ুষ রুদরাজু অভয় সিং শেখঁ। তাঁরাও মহিলাদের মতো ৬-০তে হারালেন তুরস্ককে।

পুরুষদের ব্যক্তিগত স্কিট ইভেন্টে রাজীব গিল, আয়ুষ রুদরাজু বা অভয় সিং শেখঁ কেউই নিজেদের সেরাটা দিতে পারেননি। তাই শূন্য হাতেই ফিরতে হয়েছে তাঁদের।

প্রতিযোগিতায় ভারত এখন আছে দ্বিতীয় স্থানে। পদক সংখ্যা সাত। ভারতের ঝুলিতে আছে দুটি সোনা, তিনটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। সাতটি পদক নিয়ে প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দখলেও আছে সাতটি পদক। কিন্তু ঝুলিতে তিনটি সোনা থাকায় প্রথম স্থানে ইউএসএ।

টোকিও অলিম্পিকের পর এটাই একাধিক দেশের প্রথম কোনও টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩২ দেশের প্রায় ৩৭০ জন শুটার।

 

আরও পড়ুন: IPL 2021: নতুন জার্সিতে রোহিতদের বিরুদ্ধে মাঠে ঋষভরা, কারণ জানেন?

Next Article