IND W vs AUS W: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘প্রথম’ সিরিজ জয়ের হাতছানি স্মৃতিদের
India vs Australia 3rd T20I: সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে খেলানো হতে পারে বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাককে। তার কারণ, টস। ভারত যদি টস হারে এবং পরে ব্যাট করতে হয়, সেক্ষেত্রে সাইকা আরও বেশি কার্যকর হয়ে উঠতে পারে। উইকেট সোজা বোলিংয়ের দক্ষতা রয়েছে সাইকার। অজি ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে সুইপ এবং রিভার্স সুইপেই বাজিমাতের চেষ্টা করেছেন গত দুই ম্যাচে। সাইকার বিরুদ্ধে এটা করা কঠিন। মিস হলেই লেগ বিফোর হওয়ার সম্ভাবনা প্রবল।
মুম্বই: বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। পরিস্থিতি কোনও ভাবেই একপেশে নয়। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ভারত। তবে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স অনবদ্য। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও হারিয়েছে ভারত। কিন্তু সাদা বলের ক্রিকেটে ফের খেই হারানো। ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ক্লিনসুইপ হয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে ঐতিহাসিক জয়ের লক্ষ্যে হরমনপ্রীতরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম দু-ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে মূলত টস। প্রথম ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তিতাস সাধুর আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৪১ রানেই অলআউট করেছিল ভারতীয় দল। রান তাড়ায় স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার হাফসেঞ্চুরি। ওপেনিং জুটিই প্রায় জয়ের দরজায় পৌঁছে দিয়েছিলেন। শেফালি ও জেমাইমা বাকি কাজটুকু সারেন। ওয়ান ডে সিরিজে এক ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন শেফালি। টি-টোয়েন্টিতে ফিরেই ঝড় তোলেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে উলটপূরাণ। অস্ট্রেলিয়া টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দল মাত্র ১৩০ রান তুলতে সক্ষম হয়। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শিশিরের প্রভাব প্রবল। ব্যাটারদের জন্য সুবিধা। সেই কারণেই টস জিতে রান তাড়ার সিদ্ধান্তই সুরক্ষিত। অস্ট্রেলিয়াকে অবশ্য লড়াই করে জিততে হয়েছে। অল্প রানের পুঁজি নিয়েও ভারতীয় বোলাররা মরিয়া চেষ্টা করেন। কিছু মিস ফিল্ডিং এবং ১৯তম ওভারে স্পিনারকে বল তুলে না দিলে ম্যাচের রং বদলে যেতেই পারত।
সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে খেলানো হতে পারে বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাককে। তার কারণ, টস। ভারত যদি টস হারে এবং পরে ব্যাট করতে হয়, সেক্ষেত্রে সাইকা আরও বেশি কার্যকর হয়ে উঠতে পারে। উইকেট সোজা বোলিংয়ের দক্ষতা রয়েছে সাইকার। অজি ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে সুইপ এবং রিভার্স সুইপেই বাজিমাতের চেষ্টা করেছেন গত দুই ম্যাচে। সাইকার বিরুদ্ধে এটা করা কঠিন। মিস হলেই লেগ বিফোর হওয়ার সম্ভাবনা প্রবল।
ভারত বনাম অস্ট্রেলিয়া, সন্ধে ৭টা, স্পোর্টস ১৮ ও জিও জিনেমায় সম্প্রচার