
কলকাতা: কাপ আর ঠোঁটের দূরত্ব আজ কি অবশেষে ঘুচল ভারতের মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে মেয়েদের ওডিআই বিশ্বকাপ (ICC women’s world cup) ট্রফি এল ভারতের ঝুলিতে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে অবশেষে অধরা মাধুরী লাভ করল ভারত। অতীতে এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ২ বার রানার্স হয়ে থেমেছিল। এ বার কোনও ভুল করেনি টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ৮৭ রান করে এবং ২টো উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শেফালি ভার্মা। ২১৫ রান এবং ২২টি উইকেট নিয়ে প্লেয়ার দ্য সিরিজের উইকেট পেলেন দীপ্তি শর্মা।
দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তৃতীয় বারের চেষ্টায় ট্রফি জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া।
বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে ছিল। কিন্তু আম্পায়ার্স কলের কারণে আউট হয়ে মাঠ ছাড়তে হল ট্রেয়নকে।
দীপ্তি শর্মা অবশেষে তুলে নিলেন প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্টের উইকেট। ৯৮ বলে ১০১ রানে আউট হলেন লরা।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন লরা উলভার্ট। এ বার ভারতের বিরদ্ধে ফাইনালেও সেঞ্চুরি প্রোটিয়া অধিনায়কের।
৩৭ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন আন্নেরি ড্রেকসেন।
৩২তম ওভারের শেষ দুই বলে জোড়া ছক্কা আন্নেরি ড্রেকসেনের। রাধা যাদব ওভারের পঞ্চম বল নো বল দিয়েছিলেন। ওই বলে প্রথমে আন্নেরি ছয় মারেন। এরপর তার ঠিক পরের ডেলিভারিতেও ছয় মারেন আন্নেরি।
দীপ্তি শর্মা মোক্ষম সময়ে তুলে নিলেন জাফটার উইকেট। ২৯ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন জাফটা।
লুসের পর মারিজানে কাপের উইকেট তুলে নিলেন শেফালি ভার্মা। ২২.১ ওভারে প্রোটিয়াদের চতুর্থ উইকেটের পতন। জিততে হলে এখান থেকে ১৭৬ রান আরও তুলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। নিজের প্রথম ওভারের প্রথম বলে উইকেট পেয়েছিলেন শেফালি। এরপর নিজের স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বলেও পেলেন উইকেট।
১৬.৩ ওভারে রাধা যাদবের বলে ৪ মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ট।
ক্রিজে ক্যাপ্টেন লরা, সঙ্গী তাঁর লুস। লরা ব্যাট করছেন ৪৩* রানে। লুস ৮*। বাকি থাকা ৩৫ ওভারে ভারতকে তুলতে হবে ২২১ রান।
বিশ্বকাপে বিশ্বরেকর্ড বঙ্গতনয়া রিচা ঘোষের। টুর্নামেন্টে ১২টা ছক্কা হাঁকিয়ে শিরোনামে শিলিগুড়ির মেয়ে। ৮ ম্যাচে ১২ ছয় মারলেন রিচা। মেয়েদের চলতি বিশ্বকাপে যা সর্বাধিক। ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা ডটিন (২০১৩ সালে) আর দঃ আফ্রিকার লিজেল লি (২০১৭ সালে) ১২ টা ছয় মারেন। একটি বিশ্বকাপে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক।
শ্রী চরণী তুলে নিলেন বসের উইকেট। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন তিনি। তাজমিন রান আউট হওয়ার পর ভারত আরও একটি উইকেট তুলে নিল।
আমনজোৎ কৌরের দুরন্ত থ্রো ব্রেক থ্রু এনে দিল ভারতকে। ওপেনিং জুটি ভাঙল ৯.৩ ওভারে। প্রোটিয়ারা এখনও তুলেছে ৫১ রান।
তারকাদের হাট মুম্বইয়ে। ডিওয়াই পাটিলে ভারত-দক্ষিণ আফ্রিকা মেয়েদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল চলছে। হরমনপ্রীত সিং, স্মৃতি মান্ধানাদের খেলা দেখতে মাঠে হাজির তারকারা। একদিকে সচিন তেন্ডুলকর, অন্যদিকে প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা। এখানেই শেষ নয় তালিকা। ১৯৮৩ সালের প্রথম বিশ্বকাজয়ী দলের অন্যতম সদস্য সুনীল গাভাসকরও হাজির।
টার্গেট ২৯৯। রান তাড়া করতে নামল প্রোটিয়ারা। লরা উলভার্টের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন তাজমিন ব্রিটস।
ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন শেফালি ভার্মা। শুরু থেকেই যেন আগুন ঝরানোই লক্ষ্য, স্থির করে নিয়েছিলেন। সেই মতোই খেললেন। ভারতের স্কোরবোর্ডে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৮৭ রান। ১৩ রানের জন্য ফাইনালের মঞ্চে সেঞ্চুরি হাতছাড়া করলেন।
পড়ুন বিস্তারিত: দলে থাকারই কথা ছিল না, ফাইনালে বীরু ভক্ত শেফালির ‘বীর’ ইনিংস
Innings Break!
A flourish from Deepti Sharma and Richa Ghosh propels #TeamIndia to 2⃣9⃣8⃣/7 after 50 overs 🤜🤛
Over to our bowlers now! 👍
Scorecard ▶ https://t.co/TIbbeE4ViO#WomenInBlue | #CWC25 | #INDvSA | #Final pic.twitter.com/eFNztfR0xQ
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025
৪৯তম ওভারের শেষ বলে উইকেট হারিয়ে বসলেন রিচা ঘোষ। ২৪ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস বাংলার মেয়ের।
ভারতের ইনিংস শেষের দিকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দীপ্তি শর্মা হাফসেঞ্চুরি করেছিলেন। আজ ফাইনাল ম্যাচেও তাঁর ব্যাটে এল অর্ধশতরান। এটি দীপ্তির কেরিয়ারের ১৮তম ওডিআই হাফসেঞ্চুরি।
5️⃣0️⃣ in the first match ✅
5️⃣0️⃣ in the #Final ✅𝘿𝙚𝙥𝙚𝙣𝙙𝙖𝙗𝙡𝙚 𝘿𝙚𝙚𝙥𝙩𝙞 at it again for #TeamIndia 💪
Her 18th fifty in Women’s ODIs 🙌
Updates ▶ https://t.co/TIbbeE4ViO#WomenInBlue | #CWC25 | #INDvSA | #Final | @Deepti_Sharma06 pic.twitter.com/YFeCWBclvn
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025
দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমনজোৎ কৌর। নাদিনে ডি ক্লার্ক তুলে নিলেন তাঁর উইকেট। ১৪ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন আমন।
দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে ঠিক এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে হরমনপ্রীত কৌর। ৩৯তম ওভারের শেষ বলে ছন্দপতন। ননকুলুলেকো মলাবা তুলে নিলেন হরমনপ্রীতের উইকেট। ২৯ বলে ২০ রান করে ক্রিজ ছাড়লেন হরমনপ্রীত।
৩৫তম ওভারে ভারতের দলগত স্কোর দাঁড়াল ২০০। দীপ্তি শর্মা (১৭*) ও হরমনপ্রীত কৌর (১৪*) রয়েছেন ক্রিজে।
শেফালি ভার্মার পর আয়বঙ্গা খাকা তুলে নিলেন জেমাইমা রড্রিগজের উইকেট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ নট আউট করেছিলেন। সেই ম্যাচ ভারত জিতেওছিল। ফাইনালে ৩৭ বলে ২৪ রান করেই ড্রেসিংরুমের পথে পা বাড়ালেন জেমাইমা। তাঁর উইকেট পড়ায় ক্ষণিকের জন্য গ্যালারি চুপ হয়ে গিয়েছিল।
ছন্দপতন ভারতের। আয়বঙ্গা খাকা তুলে নিলেন শেফালি ভার্মার উইকেট। ৭৮ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়লেন ভারতের ওপেনার শেফালি। ৭টি ৪ ও ২টি ছয় দিয়ে শেফালি ইনিংস সাজিয়েছিলেন।
ক্রিজে জেমাইমা রড্রিগস ও শেফালি ভার্মা। শেফালি ব্যাটিং করছেন ৬৮ বলে ৭৮* রানে। আর জেমি রয়েছেন ২৪ বলে ১৮* রানে। এই ওভারে একটি দুরন্ত ছক্কা হাঁকিয়েছেন শেফালি।
মুম্বইয়ের গরমে শেফালির পেশিতে টান ধরেছে। অল্পের জন্য খেলা বন্ধ হয়। তাঁকে কথা বলতে দেখা যায় ফিল্ড আম্পায়ারের সঙ্গে। ভারতীয় টিমের ফিজিয়ো পৌঁছে যান তাঁর কাছে। জল দেওয়ার পাশাপাশি তাঁর পায়ে স্ট্রেচিং করেন তিনি। মাঠ ছেড়ে শেফালি অবশ্য উঠে যাননি। খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
অল্পের জন্য রক্ষা পেলেন শেফালি ভার্মা। ২০.১ ওভারে উইকেট হারাতে বসেছিলেন শেফালি। আউটসাইড অফে ফিল্ডার বসের হাত থেকে বল ফস্কে যায়। তেমনটা না হলে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলত ভারত।
৪৯ বলে হাফসেঞ্চুরি শেফালি ভার্মার। এই হাফসেঞ্চুরির পথে তিনি মেরেছেন ৫টি চার, রয়েছে ১টি ছয়।
শেফালি ভার্মার সঙ্গে ওপেনিং জুটিতে ১০৪ রানের পার্টনারশিপের পর উইকেট দিয়ে বসলেন স্মৃতি মান্ধানা। ১৭.৪ ওভারে কোলে ট্রেয়ন তুলে নিলেন ভারতের সহ-অধিনায়কের উইকেট। ৫৮ বলে ৪৫ রান করে মাঠ ছাড়লেন স্মৃতি। ইনিংসে রয়েছে ৮টি চার।
প্রোটিয়াদের বিরুদ্ধে ফাইনালের আগে মন্ত্রমুগ্ধের মতো চোখ বন্ধ করে জাতীয় সঙ্গীত গাইলেন ভারতের প্লেয়াররা। চোখের কোণে জল চিকচিক করছিল হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের। তাঁদের পাশাপাশি জাতীয় সঙ্গীতে গলা মেলালেন জনপ্রিয় গায়িকা সুনীধি চৌহান।
নভি মুম্বইয়ে টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক এবং কেমন হল দুই টিম? জেনে নিন বিস্তারিত —
নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট জিতেছেন টস। প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন লরা।
নভি মুম্বই থেকে মিলল সুখবর। থেমেছে বৃষ্টি। মাঠ থেকে ধীরে ধীরে সরছে কভার। এ বার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। অন ফিল্ড আম্পায়াররা ফোর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। তাড়াতাড়ি মিলবে টসের খবর।
মেয়েদের আইসিসি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য ২ ঘণ্টা অতিরিক্ত সময় রাখা হয়েছে। সেক্ষেত্রে কাট অফ টাইম সন্ধে ৯.০৮ মিনিট। প্রথমে অফিসিয়ালরা চেষ্টা করবেন আজই ম্যাচ যদি শেষ করা যায়, যদি কাট অফ টাইমের মধ্যে খেলা শুরু না করা যায়, তা হলে ম্যাচ রিজার্ভ ডে-তে গড়াবে।
অতীতে মেয়েদের ওডিআই বিশ্বকাপে ভারত ২ বার ফাইনালে খেলেছে। কিন্তু ট্রফি জয়ের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ফলে যে দলই আজ জিতুক না কেন, ওডিআই বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন টিম।
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে হরমনপ্রীত কৌরের ভারত এবং লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা।