
নভি মুম্বই: বৃষ্টির লুকোচুরি জারি। তার মাঝেই অবশেষে হল মেয়েদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল (ICC ODI Women’s World Cup) ম্যাচের টস। এ বার মেগা ম্যাচের বল মাঠে গড়ানোর পালা। ফাইনাল ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই সময় দফায় দফায় মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হচ্ছে বৃষ্টি। কখনও পুরো মাঠ ঢেকে দেওয়া হল কভারে। আর কখনও আবার বৃষ্টি থামতেই উঠে গেল কভার। যে টস হওয়ার কথা ছিল দুপুর ২.৩০ মিনিটে, তা হল বিকেল ৪.৩২ মিনিটে। টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ট। তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
টস জিতে প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্ট জানান, তাঁর মতে এই মাঠে ভাল রান তাড়া হয়। ফলে এই আবহাওয়াতে নতুন বলে বোলাররা দ্রুত লেন্থ ধরে ফেলবে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানান, দলের সকলে এই বড় ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন। ফাইনালের মতো ম্যাচে এত দর্শকের সামনে খেলার জন্যও প্রত্যেকে উৎসাহিত। দলের সকলে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন এ বারের বিশ্বকাপের সর্বাধিক রানস্কোরার লরা।
টসের পর হরমনপ্রীত কৌর জানান, টস জিতলে তিনিও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। একইসঙ্গে তিনি এটাও জানান যে, প্রথমে ব্যাটিং করার সুবাদে চিন্তামুক্ত হয়ে ব্যাটিং করা যাবে। বৃষ্টির কারণে পিচ যে অল্প চিটচিটে লাগছে, তা বলতে ভুললেন না ভারত অধিনায়ক। বৃষ্টি হয়েছে বলে ৫-৬ ওভারের পর বলও ভিজে যাবে, তাই সেখান থেকে খুব বেশি কিছু আশা করছেন না হরমনপ্রীত। এই ম্যাচটা নিয়ে কয়েকদিন আগেই কথা বলেছে ভারতীয় টিম। আর এখন সেটাই খেলতে চলেছে তাঁর দল। বড় ম্যাচের আগে একথাই শোনা গেল হ্যারির মুখে।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একাদশ নিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারত, সেই এগারো জনেই ভরসা রাখছেন স্মৃতি মান্ধানা। টসের পর তিনি জানিয়ে দেন, অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া।
Presenting #TeamIndia‘s Playing XI for the #Final 👌
Updates ▶️ https://t.co/TIbbeE5t8m#WomenInBlue | #CWC25 | #INDvSA pic.twitter.com/BqnqCkrWT0
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025
ইংল্যান্ডের বিরুদ্ধে যে এগারো জনকে নিয়ে সেমিফাইনালে জিতেছিল দক্ষিণ আফ্রিকা, সেই একই দল নিয়ে ফাইনালে খেলবেন লরারা। টস জিতে সেটাই জানিয়েছেন তিনি।
Toss Update 🪙
🇿🇦 South Africa Women have won the toss and elected to Bowl first.#TheProteas Women remain unchanged from their semi-final triumph over England.
Here’s how we line up for today’s #CWC25 Final, set to begin at 13:30 with no overs lost. 💪#Unbreakable pic.twitter.com/7b9AjjzO6U
— Proteas Women (@ProteasWomenCSA) November 2, 2025
পরিসংখ্যান বলছে, মহিলাদের আইসিসি ওডিআই বিশ্বকাপে শেষ ৩ ফাইনালে যে টিম প্রথমে ব্যাটিং করেছে, তারাই জিতেছে। এবার কী হবে? ভারতের সমর্থকরা মনে প্রাণে চাইছেন, ট্রফি উঠুক হরমনপ্রীত কৌরের হাতে।