IND vs NZ: ঘরের মাঠে ভরাডুবি, গৌতম গম্ভীরের কোচিং স্টাফ নিয়ে যা বললেন রোহিত শর্মা…

Nov 03, 2024 | 8:09 PM

India vs New Zealand 3rd Test: মর্যাদার তৃতীয় টেস্টেও হার। এর আগে কখনও ঘরের মাঠে দুইয়ের অধিক টেস্টের সিরিজে ক্লিনসুইপ হয়নি ভারত। সামনেই অস্ট্রেলিয়া সফর। স্বাভাবিক ভাবেই ভারতীয় টিমকে ঘিরে অস্বস্তি। মুম্বই টেস্ট শেষে রোহিত অবশ্য গম্ভীর ও কোচিং টিম নিয়ে বলছেন...।

IND vs NZ: ঘরের মাঠে ভরাডুবি, গৌতম গম্ভীরের কোচিং স্টাফ নিয়ে যা বললেন রোহিত শর্মা...
Image Credit source: PTI FILE

Follow Us

কয়েক মাসের ব্যবধান। পরিস্থিতি পুরো পাল্টে গিয়েছে। দীর্ঘ ১৭ বছর বছর টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রাহুল দ্রাবিড়ের কোচিং এবং রোহিত শর্মার নেতৃত্বে। সারা দেশজুড়ে উচ্ছ্বাস। বিশ্বকাপ অবধিই কোচের পদে মেয়াদ ছিল দ্রাবিড়ের। এরপরই গৌতম গম্ভীর দায়িত্ব নেন সিনিয়র টিমের। কোচিং টিমেও নানা বদল হয়। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে জয়, ওয়ান ডে-তে হার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক কোচ গম্ভীরের। ২-০ জয়। ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার ইতিহাস। অনেক কোচ এবং সাপোর্ট স্টাফদের তদারকিতে খেলেছেন রোহিত। বর্তমান কোচিং টিমকে নিয়ে কী বলছেন ক্যাপ্টেন?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে হারের পরই সিরিজের ফয়সালা হয়ে যায়। দীর্ঘ এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার ভারতের। কিন্তু মর্যাদার তৃতীয় টেস্টেও হার। এর আগে কখনও ঘরের মাঠে দুইয়ের অধিক টেস্টের সিরিজে ক্লিনসুইপ হয়নি ভারত। সামনেই অস্ট্রেলিয়া সফর। স্বাভাবিক ভাবেই ভারতীয় টিমকে ঘিরে অস্বস্তি। মুম্বই টেস্ট শেষে রোহিত অবশ্য গম্ভীর ও কোচিং টিম নিয়ে বলছেন, ‘ওরা খুবই ভালো। পর্যাপ্ত সময় পায়নি। ভালো ফলের জন্য প্লেয়ারদেরও দায়িত্ব নিতে হবে। ওদের এত তাড়াতাড়ি বিচার করতে চাই না।’

এই খবরটিও পড়ুন

কিন্তু সময়টা কি সত্যিই কম? গত জুলাইতে শ্রীলঙ্কা সফরে দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর। বেশ কয়েক মাস হয়ে গেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ ২৭ বছর পর ওয়ান ডে সিরিজে হেরেছিল ভারত। অস্বস্তিটা ঢাকা পড়েছিল ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে। তবে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মান যে অনেকটাই তফাৎ পরিষ্কার ধরা পড়েছে। ব্যাটিং ভরাডুবিতে শুধুই কি প্লেয়ারদের দায়?

Next Article