কলকাতা: জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের একাদশে যে বদল হবে, এমনটা কাম্য ছিল। হলও তাই। ৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার টিমে ফিরেছেন। যার ফলে ভারতের একাদশে ছাপ পড়েছে। সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করে হেরেছিল ভারত। এরপর দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচে টস জিতে ব্যাটিং নেন শুভমন গিল (Shubman Gill)। তৃতীয় টি-২০ ম্যাচেও টস জিতেছেন গিল। বেছে নিয়েছেন ব্যাটিং। এবং একাদশে পরিবর্তনও করেছেন।
সিকান্দার রাজার দলের বিরুদ্ধে পরপর ২টো ম্যাচে ৪জন ক্রিকেটারের ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল। তৃতীয় ম্যাচে তেমনটা হল না। যশস্বী, সঞ্জু ও শিবমরা ফেরার ফলে বাদ পড়েছেন রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সাই সুদর্শন। পাশাপাশি টসের পর গিল জানান, এই ম্যাচে মুকেশ কুমারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। টস জিতে শুভমন গিল বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। বিশ্বকাপজয়ীরা দলে ফিরেছে। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। আমাদের ব্যালেন্সড টিম। পাওয়ারহিটাররা টিমে ফেরায় ভালো হল।’
পাওয়ার প্লে-তে গত ২টো ম্যাচ মোট ৩টে উইকেট নিয়েছিলেন মুকেশ কুমার। আবেশ খান ও শিবম দুবে একাদশে রয়েছেন, তাই মুকেশকে বিশ্রাম দেওয়ার পিছনে কারণ হতে পারেন খলিল আহমেদ। কম্বিনেশনে বৈচিত্র্য আনতেই হয়তো একাদশে খলিলকে যোগ করা হয়েছে।
যশস্বী টিমে ফেরায় শুভমনের ওপেনিং পার্টনার বদলে গেল। তিনে নামবেন অভিষেক শর্মা, চারে ঋতু, পাঁচে সঞ্জু, ছয় নম্বরে শিবম এবং সাতে রিঙ্কু। এ বার যদি ভারতের ওপেনিং জুটি জমাট হয়ে যায়। সেক্ষেত্রে হতেই পারে বিধ্বংসী ব্যাটিং করার জন্য রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হতে পারে। দেখা যাক হারারেতে তৃতীয় ম্যাচ জিতে শেষ অবধি সিরিজে এগিয়ে যায় কারা।
ভারতের একাদশ – শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটকিপার/সহ-অধিনায়ক), শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান ও খলিল আহমেদ।