সান ফেরান্ডো: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) আজ ভারতের (India U19) সামনে আয়ার্ল্যান্ড। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারালেও দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে খুশি নন ভারত অধিনায়ক যশ ধূল (Yash Dhull)। অধিনায়ক নিজে ৮২ রান করেছেন প্রথম ম্যাচে। বাকিরা সে ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দলের কাছে ভালো পারফরম্যান্স চাইছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। প্রতিপক্ষ আয়ার্ল্যান্ড ক্রিকেট বিশ্বে বড় শক্তি নয়। তাই তাদের বিরুদ্ধে বড় রান করতে পারলে ব্যাটাররা ছন্দ ফিরে পেতে পারেন। সেটাই চাইছেন ভারত অধিনায়ক যশ। তবে প্রতিপক্ষকে খুব বেশি হালকা ভাবে নিয়ে সমস্যা হতে পারে। প্রথম ম্যাচে ভারত যেমন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তেমনই আয়ার্ল্যান্ড প্রথম ম্যাচে ৩৯ রানে হারিয়েছে উগান্ডাকে।
ব্রায়ান লারা স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচের আগে ব্যাটিংটাই যেন একমাত্র চিন্তা ভারতীয় দলের। দুই ওপেনার ছন্দে নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারুন সিং ও অঙ্গকৃশ রঘুবংশী ফ্লপ। মাত্র ১১ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে গিয়েছিলেন প্যাভেলিয়ানে। তিন নম্বরে নামা শইক রশিদ ও চার নম্বরে নামা অধিনায়ক যখেন ৭১ রানের পার্টনারশিপ শক্ত ভিতের ওপর দাঁড়াতে সাহায্য করে টিম ইন্ডিয়াকে। ৩১ রানের ইনিংস খেলেন রশিদ। অন্যদিকে সাত নম্বরে নেমে কুশল তাম্বে খেলেন ৩৫ রানের ইনিংস। দুই ভারতীয় ওপেনার টুর্নামেন্ট শুরুর আগে ছিলেন দুরন্ত ছন্দে। এশিয়া কাপে ২৫১ রান এসেছে হারুনের ব্যাট থেকে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ার্মআপ ম্যাচে সেঞ্চুরিও করেছেন হারুন।
ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও অনেকটা স্বস্তি বোলিংয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিনার ভিকি ওটসোয়াল ২৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তাঁকে যোগ্য সংঙ্গত দিয়েছেন ডানহাতি পেসার রাজ বাওয়া। ৪৭ রান দিয়ে তিনি নিয়েছেন ৪টি উইকেট। আয়ার্ল্যান্ডের পর গ্রুপ পর্বে উগান্ডার সঙ্গে ম্যাচ বাকি থাকবে যশদের। সেই ম্যাচ শনিবার। চারটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনাল পর্বে। আয়ার্ল্যান্ডকে হারাতে পারলে ভারতের শেয আটের টিকিট কার্যত পাকা হয়ে যাবে।
আরও পড়ুন : IPL 2022: কলকাতা ছেড়ে আমদাবাদের পথে শুভমন গিল