IPL 2022: কলকাতা ছেড়ে আমদাবাদের পথে শুভমন গিল

Ahmedabad: সূত্রের খবর অনুযায়ী, অনেক পরে শুরু করেও লখনউকে টপকে গিয়ে অনেক দ্রুত দল গুছিয়ে ফেলেছে আমদাবাদ। তিন ক্রিকেটারকে অনেক বড় অঙ্কেই সই করিয়েছে তারা। হার্দিক ও রশিদ দুজনই গত মরসুমে খেলেছেন ১১ কোটি টাকায়। ৪ কোটি বেড়ে এবার দুজনের বেতন হতে চলেছে ১৫ কোটি। অন্যদিকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন শুভমন।

IPL 2022: কলকাতা ছেড়ে আমদাবাদের পথে শুভমন গিল
নতুন ইনিংস শুরু করতে তৈরি শুভমন। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2022 | 3:00 PM

আমদাবাদ: ২০২২ আইপিএলে (IPL) কোন দলের জার্সিতে মাঠে নামবেন শুভমন গিল (Shubman Gill)? খবর সত্যি হলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছেড়ে আগামী মরসুমে নতুন ফ্রাঞ্চাইজি আমদাবাদের হয়ে খেলবেন পঞ্জাব ক্রিকেটার শুভমন গিল। সূত্রের খবর, সাত কোটি টাকায় তাঁকে সই করিয়ে ফেলেছে আইপিএলের নতুন দল। যদিও শোনা গিয়েছিল, তাঁদের প্রথম পছন্দ ছিল উইকেটকিপার ঈষাণ কিষাণ। আগামী ২২ জানুয়ারি দুই নতুন ফ্রাঞ্চাইজি আমদাবাদ ও লখনউকে জানাতে হবে কোন তিন ক্রিকেটারকে সই করাচ্ছে তারা। ফ্রি ক্রিকেটারদের মধ্যে থেকে তিনজন করে ক্রিকেটার বেছে নেবে আমদাবাদ ও লখনউ। সেই সুযোগ কাজে লাগিয়ে নাইট শিবিরে ধাক্কা দিয়েছে আমদবাদ। সূত্রের খবর তিন ক্রিকেটার ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে আমদাবাদ। হার্দিক পান্ডিয়াকে অধিনায়াক করতে চলেছে তারা। সঙ্গে থাকছেন আফগান স্পিনার রশিদ খান। রশিদকে রিটেন করেনি সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে দলে পেতে ঝাঁপিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ফ্রাঞ্চাইজি। কিন্তু সেই জাল কেটে আফগান স্পিনারকে ১৫ কোটি টাকায় সই করিয়ে ফেলেছে আমদাবাদ।

দল গুছিয়ে ফেলেছে আর এক নতুন ফ্রাঞ্চাইজি লখনউও। কেএল রাহুলকে অধিনায়ক করতে চলেছে তাঁরা। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সঞ্জীব গোয়েঙ্কার দলের পছন্দের তালিকায় তরুণ স্পিনার রবি বিষ্ণোই। বিদেশি বাছইয়ের ক্ষেত্রে এখনও নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি লখনউ। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কোস স্টইনিস আছে তাদের টার্গিট লিস্টে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে আবার খবর, একাধিক অস্ট্রেলিয়ান তারকা সরে দাঁড়াতে পারেন আইপিএল থেকে। তাঁদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে চোখ রাখছে দুটো ফ্রাঞ্চাইজির টিম ম্যানেজমেন্টকে।

সূত্রের খবর অনুযায়ী, অনেক পরে শুরু করেও লখনউকে টপকে গিয়ে অনেক দ্রুত দল গুছিয়ে ফেলেছে আমদাবাদ। তিন ক্রিকেটারকে অনেক বড় অঙ্কেই সই করিয়েছে তারা। হার্দিক ও রশিদ দুজনই গত মরসুমে খেলেছেন ১১ কোটি টাকায়। ৪ কোটি বেড়ে এবার দুজনের বেতন হতে চলেছে ১৫ কোটি। অন্যদিকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন শুভমন। এবার তিনি পেতে চলেছেন ৭ কোটি টাকা। তাই ৯০ কোটি টাকার মধ্যে ৩৭ কোটি টাকা ইতিমধ্যেই শেষ করে ফেলেছে তারা। বাকি টাকা নিয়ে নিলামের টেবিলে বসবে আমদাবাদ। অন্য দিকে শোনা যাচ্ছে, ২০ কোটি টাকায় নাকি কেএল রাহুলকে সই করিয়েছে লখনউ।

আরও পড়ুন: Virat Kohli: নেতৃত্বের অলঙ্কার ছেড়ে ৭ বছর পর ব্যাটার বিরাটে নজর