IND vs ENG: ভারতীয় টিমের জন্য খারাপ খবর, পুরো সিরিজেই নেই তারকা বোলার?
India vs England, Ravindra Jadeja: প্রথম টেস্টের চতুর্থদিন রান আউট হয়েছেন জাডেজা। বেন স্টোকসের থ্রোতে ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে টান ধরে যায় তাঁর। জাডেজা যদি বাকি সিরিজে খেলতে না পারেন, ভারতীয় টিমের কাছে বড় ধাক্কা হবে। তিন স্পিনারের কথা ভেবেই বিশাখাপত্তনমেও টার্নিং ট্র্যাক বানানো হচ্ছে। বাকি তিন টেস্টের পিচও সে ভাবেই তৈরি হবে, বলাই যায়।

কলকাতা: বিশাখাপত্তনম টেস্টে কি সমতা ফিরবে? এই প্রশ্নের থেকেও বেশি গুরুতর হয়ে দেখা দিয়েছে চোট নিয়ে আশঙ্কা। হায়দরাবাদ টেস্টের পর টিম থেকে ছিটকে গিয়েছেন দুই তারকা ক্রিকেটার। রবীন্দ্র জাডেজা এবং লোকেশ রাহুল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। সব সিরিজ বা সফরেই একই ছবি বারবার ফুটে উঠছে। চোটের তালিকায় কেউ কেউ না নাম লেখান। যা চাপে ফেলে দেয় টিমকে। এত চোট কেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। টানা ক্রিকেট খেলার ধকল? নাকি চোট লুকিয়ে দ্রুত মাঠে ফেরার কারণেই আবার চোট ফিরে আসছে? ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যখন প্রবল চাপে ভারত, তখন বয়ে আনছে খারাপ খবরও। রাহুল হয়তো তৃতীয় টেস্টে ফিরবেন। কিন্তু জাডেজা? পুরো সিরিজেই নাকি অনিশ্চিত বাঁ হাতি অলরাউন্ডার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বোর্ডের একটি সূত্র জানাচ্ছেন, ‘লোকেশ রাহুল হয়তো সিরিজের বাকি টেস্ট খেলার জন্য ফিরবে। কিন্তু জাডেজার কী পরিস্থিতি, তা বলা মুশকিল। ওর অবস্থা অনেক বেশি সিরিয়াস। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা কী বলছেন বোর্ডকে, সে দিকে তাকিয়ে আছি আমরা।’
প্রথম টেস্টের চতুর্থদিন রান আউট হয়েছেন জাডেজা। বেন স্টোকসের থ্রোতে ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে টান ধরে যায় তাঁর। জাডেজা যদি বাকি সিরিজে খেলতে না পারেন, ভারতীয় টিমের কাছে বড় ধাক্কা হবে। তিন স্পিনারের কথা ভেবেই বিশাখাপত্তনমেও টার্নিং ট্র্যাক বানানো হচ্ছে। বাকি তিন টেস্টের পিচও সে ভাবেই তৈরি হবে, বলাই যায়। জাডেজার মতো অভিজ্ঞ বোলার যদি খেলতে না পারেন, ভারতীয় বোলিংয়ের ধার অনেক কমবে। যা বেশ চাপে ফেলে দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। জাডেজার বদলে কুলদীপ যাদব খেলবেন হয়তো দ্বিতীয় টেস্টে। কিন্তু দীর্ঘদিন টেস্টে খেলেননি কুলদীপ। তিনি টিমের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে পারবেন তো?





