AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli and Rohit Sharma: বার্ষিক চুক্তিতে বড় বদল বোর্ডের, কোথায় ঠাঁই হবে রোহিত-বিরাটের?

Indian Cricket Team, BCCI, Virat Kohli and Rohit Sharma: বার্ষিক চুক্তি নতুন কাঠামোয় এলে খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে তাঁদের বর্তমান ফর্মের ভিত্তিতে। কোন ফর্ম্যাটে খেলছেন এবং দলের তাঁর ভবিষ্যতের ভিত্তিতে। তারকা নাম কিনা বা অতীতে কী করেছেন, এই কৃতিত্বের উপর নির্ভর করে নয়।

Virat Kohli and Rohit Sharma: বার্ষিক চুক্তিতে বড় বদল বোর্ডের, কোথায় ঠাঁই হবে রোহিত-বিরাটের?
বিরাট-রোহিতের কোথায় ঠাঁই?Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 20, 2026 | 2:23 PM
Share

কলকাতা: চুক্তিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বার্ষিক চুক্তির কাঠামো পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নির্বাচক কমিটি। যার জেরে আর হয়তো থাকবে না এ+ ক্যাটেগরি। এই সিদ্ধান্ত কার্যকর হলে তার প্রভাব পড়তে পারে দলের দুই সিনিয়র তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার উপর। বিসিসিআই বলেছে, অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি চার স্তরীয় চুক্তির বদলে তিনটি ক্যাটেগরি অর্থাৎ এ, বি, সি রাখার কথা চলছে। বর্তমানে এ+ ক্যাটেগরিতে যে ক্রিকেটার থাকেন বছরে তিনি ৭ কোটি টাকা পান। এই ক্যাটেগরিই তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

বার্ষিক চুক্তি নতুন কাঠামোয় এলে খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে তাঁদের বর্তমান ফর্মের ভিত্তিতে। কোন ফর্ম্যাটে খেলছেন এবং দলের তাঁর ভবিষ্যতের ভিত্তিতে। তারকা নাম কিনা বা অতীতে কী করেছেন, এই কৃতিত্বের উপর নির্ভর করে নয়। এই অবস্থায় শুধুমাত্র ওয়ান ডে খেলার কারণে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে গ্রেড বি-তে রাখা হতে পারে। ওই ক্যাটেগরিতে থাকা ক্রিকেটার বার্ষিক ৩ কোটি টাকা পান। এক বিসিসিআই কর্তা বলেছেন, “এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে খেলোয়াড়দের টানা খেলার চাপ, ফর্ম্যাটের দাবি এবং ভবিষ্যতের সঙ্গে সামঞ্জস্য রাখা যাতে যায়, সে দিকে নজর রেখে ভাবা হতে পারে।” আগামী বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। সেখানেই পরিষ্কার হবে আর্থিক ভাবে কোনও পরিবর্তন আসছে কি না।

২০২৪-২৫ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, এ+ ক্যাটেগরিতে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরা। গ্রেড এ-তে জায়গা পেয়েছিলেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি ও ঋষভ পন্থ। গ্রেড বি-তে ছিলেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার। নতুন বহু ক্রিকেটার জায়গা পেয়েছিলেন গ্রেড সি-তে। নতুন বার্ষিক চুক্তিতে শুধুমাত্র আর্থিক সুরক্ষা নয়, খেলোয়াড়দের গুরুত্বও বিবেচিত হবে। সেক্ষেত্রে এ+ ক্যাটেগরি বাতিলের প্রস্তাব যদি গৃহীত হয়, ভারতীয় ক্রিকেটে এক বিরাট পরিবর্তন দেখা যাবে। গৌতম গম্ভীর বরাবর যে তারকা পুজো থেকে বেরিয়ে আসার কথা বলছেন, তারও সমাপ্তি হতে পারে।