AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: গৌতম গম্ভীরের উপার্জনের বড় অংশ যায় অন্য সংসারে, জানলে গর্ব হবে

Indian Cricket Team Head Coach: দেশের জার্সিতে খেলার যে গর্ব, তেমনই কোচ হওয়াটাও। কয়েক সপ্তাহ আগেই দুবাইয়ে একটি অনুষ্ঠানে গম্ভীরকে ভারতীয় দলের কোচিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। পরিষ্কার জানিয়েছিলেন, ভারতীয় দলকে কোচিং করানোর চেয়ে গর্বের আর কী হতে পারে! সেই সম্মানের জন্যই বড় অঙ্কের প্রস্তাব যে ফিরিয়ে দিতে পারেন, এ আর নতুন কী!

Gautam Gambhir: গৌতম গম্ভীরের উপার্জনের বড় অংশ যায় অন্য সংসারে, জানলে গর্ব হবে
Image Credit source: INSTAGRAM, GGF
Follow Us:
| Updated on: Jul 11, 2024 | 8:00 AM

ভারতীয় দলের হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল মুখ। দুটি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ বার কোচ হিসেবে দেশের হয়ে সাফল্যের প্রত্যাশা। সামনেই শ্রীলঙ্কা সফর। তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হতে চলেছে গৌতম গম্ভীরের। তাঁর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল শুধু বোর্ডের ঘোষণার। সেটাও হয়ে গিয়েছে। তবে সূত্রের খবর, বেতন নিয়ে এখনও আলোচনা চলছে বোর্ডের সঙ্গে। রাহুল দ্রাবিড় যে অঙ্কের বার্ষিক বেতন পেতেন, গম্ভীরের ক্ষেত্রে সেই অঙ্ক অনেকটাই বাড়বে। গৌতম গম্ভীর যে শুধু অনেক টাকা উপার্জন করেছেন বা এখনও করেছেন তাই নয়, তার একটা বড় অংশ যায় অন্য সংসারে। যা গর্ব হওয়ার মতোই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন। সেখানে যে অঙ্কের বেতন পেতেন, তাতে সেই চাকরি ছেড়ে দেওয়ার জন্য বড় কোনও কারণ প্রয়োজন ছিল। দেশের জার্সিতে খেলার যে গর্ব, তেমনই কোচ হওয়াটাও। কয়েক সপ্তাহ আগেই দুবাইয়ে একটি অনুষ্ঠানে গম্ভীরকে ভারতীয় দলের কোচিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। পরিষ্কার জানিয়েছিলেন, ভারতীয় দলকে কোচিং করানোর চেয়ে গর্বের আর কী হতে পারে! সেই সম্মানের জন্যই বড় অঙ্কের প্রস্তাব যে ফিরিয়ে দিতে পারেন, এ আর নতুন কী!

গৌতম গম্ভীর যেমন উপার্জন করেন, তেমনই সমাজের জন্য কাজও করেন। দিল্লিতে চারটি কমিউনিটি কিচেন খুলেছিলেন তিনি। গৌতম গম্ভীর ফাউন্ডেশনে সহযোগিতা করেন তাঁর স্ত্রী নাতাশা এবং মা সীমা গম্ভীর। কমিউনিটি কিচেনে অবশ্য একেবারে বিনামূল্যে তিনি কিছু করেন না। বিনামূল্যে খাবার খেতে আত্মসম্মানে লাগাটা অবাস্তব নয়। সে কারণেই ১ টাকার বিনিময়ে থালির ব্যবস্থা করেছিলেন। দিল্লির চার জায়গায় এই কমিউনিটি কিচেন।

এখানেই শেষ নয়, নানা সামাজিক কাজেও যুক্ত গৌতম গম্ভীর ফাউন্ডেশন। সেখানেও খরচ রয়েছে। শহীদের পরিবারদের জন্য কোনও সহযোগিতা করা, তাঁদের পাশে দাঁড়ায় গৌতম গম্ভীর ফাউন্ডেশন। তেমনই সমাজে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্রদের পড়াশোনার দায়িত্বও নেয় এই ফাউন্ডেশন। সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যেটুকু সম্ভব, চেষ্টা করেন। নানা সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছেন গম্ভীর। তাঁর পরিষ্কার বক্তব্য, অনেকে ভাবতে পারেন, তাঁর টাকার চাহিদা প্রচুর। সেটা যে এই সংসারের জন্যও প্রয়োজন, বারবার তুলে ধরেছেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীর।