WTC ফাইনালের জন্য তর সইছে না পূজারার

এই মুহূর্তে মুম্বইয়ের এক হোটেলে কোয়ারান্টিন (Quarantine) কাটাচ্ছে ভারতীয় দলের সদস্যরা। ২ জুন টিম ইন্ডিয়ার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।

WTC ফাইনালের জন্য তর সইছে না পূজারার
WTC ফাইনালের জন্য তর সইছে না পূজারার

May 30, 2021 | 5:59 PM

মুম্বই: লাল বলের ক্রিকেটে (Test Cricket) তিনি যেন ভারতের রক্ষাকর্তা। এই তিনি অন্য কেউ নন, চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। টেস্টে ধারাবাহিকভাবে পূজারা নিজের জাত বরাবরই চিনিয়ে এসেছেন। এ বার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছেন পূজারা। ইন্সটাগ্রামে (Instagram) নতুন জার্সির (Jersey) ছবি শেয়ার করে পূজারা লিখেছেন, “এই হল নতুন কিট। মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

সৌজন্যে-চেতেশ্বর পূজারা ইন্সটাগ্রাম

এই মুহূর্তে মুম্বইয়ের এক হোটেলে কোয়ারান্টিন (Quarantine) কাটাচ্ছে ভারতীয় দলের সদস্যরা। ২ জুন টিম ইন্ডিয়ার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। তবে মুম্বইয়ে কোয়ারান্টিন পর্বেই প্রত্যেক ক্রিকেটার নিজেদের মতো করেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ১৮ জুন সাউদাম্পটনে বসবে WTC ফাইনালের আসর।

ইন্সটাগ্রামে চেতেশ্বর পূজারা তাঁর শ্যাডো প্র্যাকটিসের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “কোয়ারান্টিনের সময় ওয়ার্ক ফ্রম হোম।” ইংল্যান্ডে যাওয়ার আগে ভারতীয় দলের ক্রিকেটাররা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন। ইংল্যান্ডে তাঁরা নেবেন টিকার দ্বিতীয় ডোজ়। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় ডোজ় নেওয়ার নির্ধারিত সময়েই ইংল্যান্ডের স্বাস্থ্য দফতরের তরফ থেকে ভারতীয় ক্রিকেটারদের করোনার দ্বিতীয় ডোজ় দেওয়া হবে।

আরও পড়ুন: এক্সক্লুসিভঃ চ্যাম্পিয়ন চেলসির ভারতীয় সদস্য বিনয়