নয়াদিল্লি: মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। টিম ইন্ডিয়ার (Team India) অস্ট্রেলিয়া (Australia) সফরের প্রথম ম্যাচেই একের পর এক সিনিয়ির ক্রিকেটার চোটের জন্য ছিটকে গেলেন। ক্রিকেট মহলের একটা অংশ বলতে শুরু করেছিল, অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার মুখে পড়তে পারে ভারত (India)। কিন্তু সব সমালোচনা উল্টো স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতল মহম্মদ সিরাজ, টি নটরাজন, শার্দূল ঠাকুরের টিম ইন্ডিয়া। শরীরে চোট নিয়ে তরুণদের সেই সাফল্য দেখেছিলেন সামিরা।
নটরাজন, সিরাজ, শার্দূলদের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট সমর্থকদের মতই মহম্মদ সামির মনেও আশার সঞ্চার করেছে। টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami) বলছেন, ‘আমরা যখন অবসর নেব, তখন ভারতীয় দল কোনও সমস্যার মুখে পড়বে না। ভারতের পরবর্তী প্রজন্ম যে তৈরি, সেটা অস্ট্রেলিয়া সফরেই সিরাজরা প্রমাণ করেছে।’ তবে সামি চান তরুণ ক্রিকেটারদের যেন খেলার সুযোগ দেওয়া হয়। সিনিয়ররা দলে ফিরলেও যেন জুনিয়রদের সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন: মিডল অর্ডারকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে চান মর্গ্যান
গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে পেস বোলারদের উত্থান চোখে পড়ার মত। স্পিন ফ্রেন্ডলি দেশে হিসেবে পরিচিত ভারত বদলে গেছে সামি, বুমরা, উমেশ, ইশান্তদের হাত ধরে। সামিদের পরবর্তী প্রজন্মও তৈরি। ভারতীয় এ দলের হয়ে বিদেশ সফর, ভারতীয় সিনিয়র দলের সঙ্গে নেটে বোলার হিসেবে অংশ নেওয়ার সুযোগ এই ক্রিকেটারদের মানসিক ভাবেই বদলে দিয়েছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে থেকেই প্রসিধ কৃষ্ণারা জানেন তাঁদের কাজটা ঠিক কি। বর্তমান হোক বা আগামী ছবিটা পরিষ্কার তরুণ প্রজন্মের কাছে।