মিডল অর্ডারকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে চান মর্গ্যান
হরভজন সিংয়ের (Harbhajan Singh) কেকেআরে (KKR) সংযুক্তি টিমের স্পিন ভারসাম্য আরও বাড়িয়েছে বলে মনে করছে মর্গ্যান (Eoin Morgan)।
নয়াদিল্লি: চোটের জন্য ওয়ান ডে সিরিজের বাকি দুটো ম্যাচ খেলতে পারেননি। কিন্তু আইপিএলের (IPL) আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। ১১ এপ্রিল আইপিএলের প্রথম ম্যাচ। তার আগে দ্রুত নিজের টিম গুছিয়ে নিতে চাইছেন ইওন মর্গ্যান (Eoin Morgan)।
নিজেকে নিয়ে কেকেআরের (KKR) ক্যাপ্টেন বলেছেন, ‘আগের থেকে অনেক ভালো আছি। স্টিচ কাটা হলেও নেটে নেমে পড়ব। ওয়ান ডে সিরিজের পর যেটুকু সময় পেয়েছি, তার মধ্যে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।
পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং লাইনআপকে ব্যবহার করার ভাবনাই মাথায় ঘুরছে মর্গ্যানের। কেকেআর ক্যাপ্টেনের কথায়, ‘আমরা সবাই মিলে একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করে নেব নিজেদের পরিকল্পনা। গত বছর দেখেছি, টিমের মিডল অর্ডারে দারুণ উদ্ভাবনী একটা ব্যাপার ছিল। ডিকে, নারিন কিংবা আমি প্রয়োজন মতো আগে-পরে নেমেছি। একটা কথা বলতে পারি, যদি আমরা ভালো খেলতে পারি, তা হলে কিন্তু অনেক টিমই আমাদের বিরুদ্ধে খেলতে ভালোবাসবে না।’
আরও পড়ুন: উপভোগ্য ক্রিকেট খেলুক কেকেআর, চান শাহরুখ
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেছিলেন প্রসিধ কৃষ্ণা। মর্গ্যানের টিমেও যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। যা নিয়ে কেকেআর ক্যাপ্টেন বলেছেন, ‘যে ভাবে অভিষেক ম্যাচে খেলেছে প্রসিধ, ওকে অভিনন্দন জানাতেই হবে। আমি বিশ্বাস করি, কোনও প্লেয়ারের জাতীয় টিমে অভিষেক শুধু তার জন্য হয় না। তার পরিবার, টিমমেটদেরও প্রচুর অবদান থাকে। সেই কারণেই কেকেআরের ওর সাফল্যে ,সেলিব্রেট করার যথেষ্ট কারণ আছে।’
হরভজন সিংয়ের কেকেআরে সংযুক্তি টিমের স্পিন ভারসাম্য আরও বাড়িয়েছে বলে মনে করছে মর্গ্যান। তাঁর কথায়, ‘আমার মনে হয়, হরভজন টিমের সঙ্গে যোগ দেওয়ায় কেকেআরের স্পিন গভীরতা বেড়েছে। যদি টিমের স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকানো হয়, দেখবেন আমরাই আইপিএলের অন্যতম সেরা। আমরা চেন্নাইয়ে খেলব। ওখানকার পিচে টার্ন থাকবে। টুর্নামেন্টে স্পিনারদের ভালো করতে কিছু করতে হলে স্পিনারদের ভালো খেলতেই হবে।’