ফ্রি হিটের পাশাপাশি চালু হোক ফ্রি বল, দাবি অশ্বিনের

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) সম্প্রতি ফ্রি হিটের বিষয়টি উঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন। ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন কিন্তু মোটেই তা চাইছেন না।

ফ্রি হিটের পাশাপাশি চালু হোক ফ্রি বল, দাবি অশ্বিনের
ফাইল চিত্র

May 28, 2021 | 8:16 PM

নয়াদিল্লি: ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য যেমন ‘ফ্রি হিট’ (free hit) রয়েছে, তেমনই বোলারদের জন্য এ বার চালু হোক ‘ফ্রি বল’ (free ball)। এমনই দাবি তুললেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। খেলা চলাকালীন, বোলারের পা ক্রিজের বাইরে বেরিয়ে গেলেই নো বল দেওয়ার পাশাপাশি ফ্রি হিট দেওয়া হয়। সেই বলে উইকেট নেওয়াও যায় না।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) সম্প্রতি ফ্রি হিটের বিষয়টি উঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন। ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন কিন্তু মোটেই তা চাইছেন না। অশ্বিনের মতে, বাণিজ্যিক ভাবে এই নিয়ম খুবই জনপ্রিয় হয়েছে। বরং তাঁর দাবি, ফ্রি হিটের পাশাপাশি চালু করা হোক ফ্রি বল।

টুইটারে (Twitter) অশ্বিন লেখেন, “ফ্রি হিট এখন একটা দারুণ বাণিজ্যিক জিনিস। সকল ফ্যানেদেরও আকর্ষিত করেছে এই নিয়ম। এ বার বোলারদের জন্য চালু করা হোক ফ্রি বল। যখনই নন স্ট্রাইকিং এন্ড থেকে ব্যাটসম্যান আগে বেরিয়ে যাবেন তখনই ফ্রি বল দেওয়া হোক। সেই বলে উইকেট পেলেই বোলার এবং তাঁর দলের থেকে ১০ রান কমানো হোক।”

শুধু তাই নয়, টুইটারে অশ্বিন আরও লিখেছেন, “মনে রাখবেন: বোলারের হাত থেকে বল বেরোনোর পরই কিন্তু ক্রিজ ছেড়ে বেরোতে হয়।” এই কথা বলে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন মাকড়ীয় আউটের দিকেই। অশ্বিন মাকড়ীয় আউট করার জন্য আগেও সমালোচিত হয়েছেন। তবে পাশেও পেয়েছিলেন কয়েকজন ক্রিকেটারকে। তবে শুধু অশ্বিনই যে মানকড় আউট করেন তাই নয়, মুরলী কার্তিকও সম্প্রতি জানিয়েছিলেন, কাউন্টি খেলার সময় তিনি মানকাডিং করতেন। রবিচন্দ্রন অশ্বিন এই আউটের জন্য সমালোচিত হলেও, এই হাতিয়ার ছেড়ে দেবেন না বলেই দিয়েছেন। সুযোগ পেলেই ২২ গজে আবার দেখা যাবে অশ্বিনের মাকড়ীয় আউট।

আরও পড়ুন: সেপ্টেম্বর পর্যন্ত সুনীলদের কোচ স্টিমাচই