AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেপ্টেম্বর পর্যন্ত সুনীলদের কোচ স্টিমাচই

এক বিবৃতিতে এআইএফএফ (AIFF) জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত সিনিয়র টিমের কোচ থাকছেন স্টিমাচই। সেপ্টেম্বরে আবার টেকনিক্যাল কমিটি আলোচনায় বসবে তাঁর ভবিষ্যত্‍ নিয়ে।

সেপ্টেম্বর পর্যন্ত সুনীলদের কোচ স্টিমাচই
ফাইল চিত্র
| Updated on: May 28, 2021 | 7:39 PM
Share

নয়াদিল্লি: সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি বাড়ানো হল ভারতের ফুটবল (Indian Football) কোচ ইগর স্টিমাচের (Igor Stimac)। শুক্রবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) টেকনিক্যাল কমিটির সভায় আলোচনা হয় ক্রোয়েশিয়ান কোচের ভবিষ্যত্‍ নিয়ে। অসুস্থ থাকায় কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা হাজির থাকতে পারেননি। তবে, হেনরি মেনেজেস, সচিব কুশল দাস, সহসচিব অভিষেক যাদবরা সর্বসম্মতিক্রমে স্টিমাচকেই সেপ্টেম্বর পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এক বিবৃতিতে এআইএফএফ (AIFF) জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত সিনিয়র টিমের কোচ থাকছেন স্টিমাচই। সেপ্টেম্বরে আবার টেকনিক্যাল কমিটি আলোচনায় বসবে তাঁর ভবিষ্যত্‍ নিয়ে।

স্টিমাচের চুক্তি ছিল ১৫ মে পর্যন্ত। ভারতীয় টিম এই মুহূর্তে দোহায় রয়েছে তিনি। প্রাক বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়া কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলার জন্য। এশিয়া কাপের জন্য সেপ্টেম্বরে প্লে-অফ থাকতে পারে। সেই কারণে নতুন কোচ না নিয়ে এসে স্টিমাচকে দিয়েই কাজ চালিয়ে নিতে চায় এআইএফএফ।

একই সঙ্গে এই সভায় আলোচনা হল মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ নিয়েও। আগামী বছর অক্টোবরে যা হওয়ার কথা। চলতি বছরের অক্টোবর থেকে নতুন টিম বানানোর কাজ শুরু করবে ফেডারেশন। পাশাপাশি আগামী বছরের শুরুতেই মেয়েদের এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। তা নিয়েও আলোচনা করেছেন কমিটির সদস্য়রা।

আরও পড়ুন: নিজের পায়ে দাঁড়ানোটাই এখন লক্ষ্য টাইগার উডসের