Shafali Verma : স্পেশাল ৮০+, উচ্চমাধ্যমিক পাশ করলেন দেশের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন
Shafali Verma Shares her Marksheet : চলতি বছরের প্রথমদিকে টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট টিম। দেশের প্রথম বিশ্বকাপজয়ী মহিলা ক্যাপ্টেন হয়ে ইতিহাসে ঢুকে পড়েন শেফালি ভার্মা।
কলকাতা: আরও এক ৮০+ ইনিংস। যা সেঞ্চুরির চেয়েও প্রিয়। তবে বাইশ গজে নয়, পরীক্ষার খাতায়। বাইশ গজের চ্যালেঞ্জ সামলানো জাতীয় দলের ওপেনার পড়াশোনাতেও তুখোড়। প্রমাণ দিলেন নিজেই। চলতি বছরের প্রথমদিকে টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট টিম। দেশের প্রথম বিশ্বকাপজয়ী মহিলা ক্যাপ্টেন হয়ে ইতিহাসে ঢুকে পড়েন শেফালি ভার্মা (Shafali Verma)। ১৯ বছরের শেফালি উচ্চমাধ্যমিক পাশ করলেন। গত শুক্রবার সিবিএসই ক্লাস ১২-এর (CBSE Exam Result 2023) ফলাফল প্রকাশিত হয়েছে। আশি শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছেন শেফালি। ইনস্টাগ্রামে মার্কশিটের ছবি পোস্ট করে অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন তিনি। যা মার্কস পেয়েছেন তাতে বেজায় খুশি ভারতীয় ক্রিকেটের তরুণ স্টার। সকলের সঙ্গে এই খুশি ভাগ করে নিলেন তিনি। একইসঙ্গে নিজের প্রিয় সাবজেক্টের কথাও জানালেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
১৯ বছরের ক্রিকেটার ইনস্টা পোস্টে লেখেন, “২০২৩ সালে আরও একটা স্পেশাল ৮০+ ইনিংস। তবে এ বার ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষায়। এই রেজাল্টে আমি বেজায় খুশি।” হরিয়ানার রোহতকের মেয়ে শেফালি খুব কম বয়সে জাতীয় দলের প্রবেশ করেন। মাত্র ১৫ বছর বয়সে দেশের সিনিয়র ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। হরমনপ্রীত কৌরের দলের এই বিধ্বংসী ওপেনার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। এরপর শেফালির হাতে ইতিহাস গড়া হয়েছে। মেয়েদের প্রিমিয়র লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। কমবয়সে ক্রিকেট কেরিয়ার এত সাফল্যের মাঝেও অ্যাকাডেমিক দিকটিকে সমানতালে এগিয়ে নিয়ে চলেছেন শেফালি। ভালো নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে গেলেন।
View this post on Instagram
সাধারণত ক্রিকেটাররা পড়াশোনা বেশিদূর চালিয়ে যেতে পারেন না। শেফালি উচ্চশিক্ষার জন্য এগোবেন কি না তা স্পষ্ট নয়। হয়তো পড়াশোনার এখানেই ইতি টানবেন। ইনস্টা পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। শেফালি লিখেছেন, “এমন ফলাফলে আমি ভীষণ খুশি। এ বার আমার প্রিয় সাবজেক্ট ক্রিকেটের প্রতি সব কিছু উজাড় করে দিতে চাই।”