Ruturaj Gaikwad: ঋতুরাজের সঙ্গে হচ্ছেটা কী? বোর্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন দেশের প্রাক্তনী
সদ্য বোর্ডের পক্ষ থেকে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফি জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। একইসঙ্গে টিম ইন্ডিয়ার আসন্ন প্রোটিয়া সফরের টি-২০ সিরিজের জন্যও ভারতীয় দল ঘোষণা হয়েছে। আর দুটি স্কোয়াডেই জায়গা পাননি ঋতুরাজ গায়কোয়াড়।
কলকাতা: ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ভাগ্য সঙ্গ দিয়েও যেন দিচ্ছে না। এ কথাই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। সদ্য বোর্ডের পক্ষ থেকে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফি জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। একইসঙ্গে টিম ইন্ডিয়ার আসন্ন প্রোটিয়া সফরের টি-২০ সিরিজের জন্যও ভারতীয় দল ঘোষণা হয়েছে। আর দুটি স্কোয়াডেই জায়গা পাননি ঋতুরাজ গায়কোয়াড়। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা বোর্ডের এই সিদ্ধান্তের চরম নিন্দা করেছেন। অনেকেই মনে করছেন ঋতুরাজ ক্রিকেট রাজনীতির শিকার। এ বার দেশের এক প্রাক্তন ক্রিকেটার গর্জে উঠে প্রশ্ন করেছেন, ‘ঋতুরাজের সঙ্গে হচ্ছেটা কী?’
ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য খারাপ লাগছে দেশের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্তের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি ভারতের বর্ডার-গাভাসকর ট্রফি, টিম ইন্ডিয়ার প্রোটিয়া সফরের স্কোয়াড নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় তিনি ভারতীয় ক্রিকেট টিমের নির্বাচকদের সামনে প্রশ্ন রাখেন, ঋতুরাজকে ঠিক কী করতে হবে? যা করলে তিনি দলে আবার সুযোগ পাবেন।
এই প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ‘ঋতুরাজকে যদি দেখি, ওর সঙ্গে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। খুব খারাপ লাগে ওর জন্য। ও আর কী করবে? ও যদি আবার সেঞ্চুরি করে, তা হলে কি টি-২০ স্কোয়াডে ফিরবে? ও ২টো প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছে, কিন্তু তারপরও সুযোগ পেল না। রান করে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে। আর কী করতে পারে ও?’
ঋতুরাজ বর্তমানে ভারত-এ দলের ক্যাপ্টেন হিসেবে অজি সফরে গিয়েছেন। এই সফরে তাঁর সহ-অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন। এই প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ‘অভিমন্যু ঈশ্বরণের পারফরম্যান্স অসাধারণ। আমি তা নিয়ে কোনও প্রশ্ন তুলছি না। কিন্তু আপনারা ঋতুরাজের সঙ্গে কী করছেন? ওকে নিয়ে কেন ভাবা হচ্ছে না? ওকে নিয়ে পরিকল্পনাটা কী?’
সেখানেই থেমে থাকেননি শ্রীকান্ত। আরও বলেন, ‘ওর মানসিকতা দেখুন। যখন কোনও ম্যাচ খেলে সারাদিন প্রতিপক্ষদের মাত দিতে থাকে। তারপর যখন আন্তর্জাতিক ক্রিকেটের কথা আসে, তখন ওকে পিছনে ফেলে দিচ্ছেন। আর সুযোগ দিলেও সেটা দেওয়া হয় রেস্ট অব ইন্ডিয়া বা ইন্ডিয়া এ দলে।’