ইংল্যান্ড সফরের জন্য মুম্বইয়ে কড়া বিধি বিরাট-মিতালিদের

May 25, 2021 | 6:01 PM

গতকাল টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মাও যোগ দিয়েছেন বায়ো বাবলে (Bio Bubble)। এ বার মুম্বইয়ের টিম হোটেলে আট দিনের কড়া কোয়ারান্টিন (Quarantine) কাটাতে হবে বিরাটদের।

ইংল্যান্ড সফরের জন্য মুম্বইয়ে কড়া বিধি বিরাট-মিতালিদের
ইংল্যান্ড সফরের জন্য মুম্বইয়ে কড়া বিধি বিরাট-মিতালিদের

Follow Us

মুম্বই: করোনা (COVID-19) আবহেই ইংল্যান্ডে (England) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। শুধু তাই নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলও একটা টেস্ট ও ৩টি ওয়ান ডে এবং ৩টি টি-২০ সিরিজ খেলতে বিরাটদের সঙ্গেই ইংল্যান্ডে রওনা দেবেন। তার আগে মুম্বইয়ের টিম হোটেলে ধাপে ধাপে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার, কোচ ও স্টাফরা। গতকাল টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মাও যোগ দিয়েছেন বায়ো বাবলে (Bio Bubble)। এ বার মুম্বইয়ের টিম হোটেলে আট দিনের কড়া কোয়ারান্টিন (Quarantine) কাটাতে হবে বিরাটদের।

হোটেলের রুম থেকে বেরোনোর অনুমতিও নেই ক্রিকেটারদের। তাই রুমেই শরীরচর্চা করার সামগ্রী দেওয়া হয়েছে রাহানে-রোহিতদের। ২ জুন ভারতীয় পুরুষ ও মহিলা দলের ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা। বিসিসিআইয়ের (BCCI) এক সূত্রের খবর অনুযায়ী, “সদ্য করোনা মুক্ত ঋদ্ধিমান সাহা ও প্রসিধ কৃষ্ণা পুরোপুরি সুস্থ হয়ে দু’দিন আগেই বলয়ে প্রবেশ করেছেন। মুম্বইকর বিরাট, রোহিত এবং ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বায়ো বাবলে সদ্য প্রবেশ করেছেন।”

ভারতীয় বোর্ড ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড সফরে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন বিরাট-রোহিতরা। তবে সেই সিদ্ধান্তে এখনও সিলমোহর পড়েনি। বিসিসিআই আশাবাদী তাড়াতাড়ি এই ব্যাপারে অনুমতি দেওয়া হবে। বিসিসিআইয়ের ওই সূত্রের খবর অনুযায়ী, “আমরা চাই না আমাদের ক্রিকেটাররা ৩ মাস পরিবারের থেকে আলাদা থাকুক। বিশেষ করে বলয়ের মধ্যে। পরিবার সঙ্গে থাকলে ক্রিকেটাররা মানসিকভাবে শক্ত থাকবেন। তাই তাদের মানসিক অবস্থার সঙ্গে আমরা আপস করতে চাই না।”

ইংল্যান্ডে পৌঁছে কেমন কোয়ারান্টিন মানতে হবে বিরাটদের? তা এখনও ভাবাচ্ছে। হোটেলে কড়া কোয়ারান্টিন কাটানোর কথা ভারতীয় টিমের। তা কমাতে চাইছে সৌরভের বোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাতে রাজি হয় কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। যদিও এখনও ইসিবির সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা জারি।

আরও পড়ুন: সেরা কোচের খেতাব পেলেন পেপ

Next Article