Women’s Big Bash League: ১১৪ করেও হ্যারির কাছে হারলেন স্মৃতি
দুরন্ত সেঞ্চুরি করে হ্যারিকে ছাপিয়ে গেলেও বিগ ব্যাশে সিডনির হার খুব একটা ভালো নয়।
সিডনি: এ যেন দুই ভারতীয়র টক্কর। ছয়-চারের ফুলঝুরিতে আসল লড়াই তাঁদেরই। কে জিতলেন শেষ পর্যন্ত? ম্যাচের ফলাফলের দিকে চোখ বোলালে দেখা যাবে, ভারতের টি-টোয়েন্টি (T20) টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরই (Harmanpreet Kaur) হাসলেন শেষ হাসি। স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) অবিশ্বাস্য সেঞ্চুরি কাজে লাগল না। মেয়েদের বিগ ব্যাশে হ্যারির টিম মেলবোর্নের কাছে ৪ রানে গেল সিডনি। তাও অবশ্য দুই ভারতীয়র কৃতিত্বকে ম্লান করা যাবে না।
Smriti Mandhana has equalled Ashleigh Gardner's record for the highest WBBL score ever!
For her stunning century, she's the @WeberBBQAusNZ Player of the Match #WBBL07 pic.twitter.com/mcctQ1cOj8
— Weber Women's Big Bash League (@WBBL) November 17, 2021
আগে ব্যাট করে মেলবোর্ন (Melbourne Renegades) তুলেছিল ১৭৫-৪। ওপেনার ইভ জোন্স ৩৩ বলে ৪২ রান করে দারুণ শুরু দিয়ে গিয়েছিলেন। তার পরই হ্যারি-ধামাকা। মাত্র ৫৫ বল খেলে ঝোড়ো নট আউট ৮১ রান করেন হরমনপ্রীত। ৭৬ মিনিট ক্রিজে থেকে ১১টা চার ও ২টো ছয় দিয়ে সাজিয়েছিলেন ইনিংস। পাশাপাশি বল হাতে নিয়েছেন একটা উইকেটও।
HUNDRED! Superb knock from Smriti Mandhana to bring up her maiden WBBL hundred off 57 balls in Mackay ?⭐
LIVE: https://t.co/e5UVmR8Ekj #WBBL07 pic.twitter.com/oZFmmihnEY
— Weber Women's Big Bash League (@WBBL) November 17, 2021
জবাবে শুরু থেকেই স্মৃতি বিস্ফোরক ব্যাটিং করেন। ৬৪ বলে ১১৪ রান করে নট আউট থেকে যান। মেরেছেন ১৪টা চার ও ৩টে ছয়। বিগ ব্যাশে এ বার শুরু থেকেই ছন্দে রয়েছেন স্মৃতি। এর আগে দুটো হাফসেঞ্চুরি করেছেন তিনি। তবে এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতীয় ওপেনার। এতদিন সর্বোচ্চ ছিল ৮৬।
দুরন্ত সেঞ্চুরি করে হ্যারিকে ছাপিয়ে গেলেও বিগ ব্যাশে সিডনির হার খুব একটা ভালো নয়। ১২ ম্য়াচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাতে সিডনি (Sydney Thunder)। শীর্ষে হরমনপ্রীতের মেলবোর্ন ১৮ পয়েন্ট নিয়ে টেবলের মগডালে।
আরও পড়ুন: India vs New Zealand Live Score, 1st T20I 2021: ভুবি ফেরালেন মিচেলকে, শুরুতেই উইকেট হারাল কিউয়িরা