INDW vs BANW: আজ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ ভারতের

India vs Bangladesh, Women's Cricket: ভারতের লক্ষ্য ফিনিশার খোঁজা। পরীক্ষার জন্য বাংলাদেশ সিরিজই উপযুক্ত। যদিও ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার হিটিংয়ের প্রয়োজন পড়েনি।

INDW vs BANW: আজ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ ভারতের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 7:30 AM

দলে বেশ কিছু নতুন মুখ। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জয় দিয়ে শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছে অফস্পিনার মিন্নু মনি এবং বাঁ হাতি স্পিনার অনুষা বারেড্ডির। মিন্নু উইকেটও পেয়েছেন। স্কোয়াডে আরও নতুন মুখ রয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়েই লক্ষ্য ভারতের। সেক্ষেত্রে তৃতীয় ম্যাচে কিছু পরীক্ষাও করা যাবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ম্যাচ জিতলেও ব্যাট হাতে সফরের শুরুটা ভালো হয়নি শেফালি ভার্মার। বোলিংয়ে অবশ্য একটি উইকেট নিয়েছেন শেফালি। মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেফালির কাছে সুযোগ ছিল সময় নেওয়ার। যদিও ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই আউট। ভারতীয় ব্য়াটিং অবশ্য খুব বেশি পরীক্ষার সামনে পড়েনি। স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর জুটিতে ৭০ রান যোগ করে। অপরাজিত অর্ধশতরানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত।

ভারতের লক্ষ্য ফিনিশার খোঁজা। পরীক্ষার জন্য বাংলাদেশ সিরিজই উপযুক্ত। যদিও ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার হিটিংয়ের প্রয়োজন পড়েনি। দ্বিতীয় ম্যাচে টস জিতলে প্রথম ব্যাটিংয়েই নজর থাকবে। সেক্ষেত্রে পাওয়ার হিটিংয়ের পরীক্ষার সুযোগ থাকবে ভারতীয় ব্যাটিং আক্রমণের কাছে। বোলিংয়ে গত ম্যাচে জোড়া অভিষেক হওয়ায় এই ম্যাচে নতুন কাউকে সুযোগ দেওয়া হয় কীনা, নজর থাকে। উইমেন্স প্রিমিয়ার লিগে নজরকাড়া পেসার অঞ্জলী সর্বাণীকে আজ খেলাতে পারেন হরমনপ্রীতরা। তেমনই মিন্নু মনি, অনুষার পারফরম্যান্সে উন্নতির দিকেও চোখ থাকবে টিম ম্যানেজমেন্টের।