Asia Cup 2023 : এই দিনে ঘোষিত হতে পারে ভারতের এশিয়া কাপ স্কোয়াড
এশিয়া কাপ শুরু হতে মেরেকেটে ২০টা দিন। কবে দল ঘোষণা করবে বিসিসিআই? সেই সংক্রান্ত আপডেট চলে এল সামনে।
কলকাতা : এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরি নেই। ছয়টি টিমের মধ্যে প্রথম দল হিসেবে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী সপ্তাহের মধ্যে বাকি দলগুলিও একে একে স্কোয়াড ঘোষণা করবে। ভারতীয় সমর্থকরা মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণার দিকে। কেমন হবে এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড, কী কী চমক থাকতে পারে তা নিয়ে এখন থেকেই নানা জল্পনা। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের মতো চোট পাওয়া ক্রিকেটারদের কি এশিয়া কাপে কামব্যাক হবে? অজিত আগরকরের নেতৃত্বাধীন সিলেকশন কমিটির উপর দায়িত্ব অনেক। অতীতে বড় টুর্নামেন্টে দল গঠন নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন চেতন শর্মারা। অজিত আগরকররা তেমন বিতর্ক চাইবেন না। কবে নাগাদ ঘোষিত হতে পারে ভারতের এশিয়া কাপ স্কোয়াড? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। নির্বাচন কমিটি ইতিমধ্যেই একটি কোর গ্রুপ বেছে নিয়েছে যেখানে শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, জসপ্রীত বুমরারা রয়েছেন। বুমরা আয়ার্ল্যান্ড সিরিজে ফিরছেন। তাঁকেই সিরিজের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। ওই সিরিজে নেই শ্রেয়স বা রাহুল। তবে বোর্ড সূত্রে খবর, বাকি দু’জনও ফিটনেসের দোরগোড়ায়। লোকেশ রাহুলের ফিটনেস নিয়ে এ যাবৎ নানা জল্পনার কথা শোনা গিয়েছে। কখনও ইতিবাচক, কখনও নেতিবাচক। সাম্প্রতিক জল্পনা বলছে, এশিয়া কাপের টিমে লোকেশ রাহুলের অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা।
টিম ম্যানেজমেন্ট চাইছে বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক রাহুল। শ্রেয়স আইয়ারের ক্ষেত্রেও তাই। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার আগে দু’জনকে ফিটনেস পরীক্ষায় উতরোতে হবে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর ১৮-১৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই। এরপর এশিয়া কাপের পারফরম্যান্সের উপর বিচার করে কাটছাঁট করে ১৫ সদস্য়ের বিশ্বকাপ স্কোয়াড বেছে নেওয়া হবে। আগামী ১৬-১৭ অগস্টের মধ্যে ঘোষিত হবে ভারতের এশিয়া কাপ স্কোয়াড। ওডিআই বিশ্বকাপের টিম কেমন হতে পারে তার ঝলক মিলবে এশিয়া কাপ স্কোয়াড দেখে।