
চোট সারিয়ে দলে ফিরেছেন। সংশয় কাটছে না এখনও। আইপিএল শেষ হলেই ইংল্যান্ড সফর। সুইংয়ের স্বর্গরাজ্যে কি দেখা যাবে জসপ্রীত বুমরাকে? এই প্রশ্নের উত্তরে একরাশ অনিশ্চয়তা ছাড়া কিছু নেই। এমনিতে গত কয়েকটা ইংল্যান্ড সফর ভারতের ভালো যায়নি। তার উপর সদ্য অস্ট্রেলিয়ায় সিরিজ হারের ক্ষত। এখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিয়েছে বোর্ড। আর তা করতে গিয়েই মাথায় হাত। বুমরা এখনও ১০০% ফিট নন। ইংল্যান্ড সফরের সময়েও নাকি পুরো ফিট বুমরাকে পাওয়া যাবে না, যা এখন থেকেই রক্তচাপ বাড়াচ্ছে বিসিসিআইয়ের।
আইপিএলের মাঝেই মাথা চাড়া দিচ্ছে ইংল্যান্ড টেস্ট সিরিজ। ইংল্যান্ডের মাটিতে ভারতের সফলতার ইতিহাস কপালে ভাঁজ ফেলার মতোই। পরিসংখ্যান বলছে মাত্র তিনবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছে ভারত। শেষবার ইংল্যান্ডের মাটিতে ১৭ বছর আগে টেস্ট সফরে জিতেছিল ভারত। ব্রিটিশদের বিরুদ্ধে তাঁদেরই মাটিতে তাঁদের হারানোর অপেক্ষার কি এবার অবসান হবে? ইংল্যান্ডের মাঠে কার্যকরী হবেন পেসাররা। ভারত যেমন স্পিনের কড়াইয়ে বিদেশিদের ভাজে, তেমনই বিপক্ষদের সুইংয়ে জর্জরিত করে তোলে ইংলিশ পেসাররা। তাঁদের বিরুদ্ধে ভারতের ব্যাটাররা কখনোই খুব একটা সফল নয়। সেই চিন্তার জায়গাটা থেকেই যাচ্ছে।
ভারতের ফাস্ট বোলিং ইউনিট বেশ শক্তিশালী। বর্ডার-গাভাসকার ট্রফিতে সামিকে পাশে পাননি বুমরা। চোট সারিয়ে আইপিএলে ফিরলেও ইংল্যান্ড টেস্টে বুমরাকে পাওয়া যাবে কি না সেই নিয়ে সংশয় রয়েই গিয়েছে। স্বস্তির জায়গা এই যে সামি ফিরেছেন। আইপিএলে ফর্মে রয়েছেন সিরাজও। আইপিএলে সেই অর্থে ফর্মে নেই সামি। তবে টেস্টে পরিত্রাতা হয়ে উঠতে পারেন তিনি। সিরাজও যদি জ্বলে উঠতে পারেন তা হলে তো সোনায় সোহাগা। এবার প্রশ্ন এই যে ইংল্যান্ডের বিরুদ্ধে কি একসঙ্গে পাওয়া যাবে এই ত্রয়ীকে?