AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ইডেন গার্ডেন্স টেস্টের দল-বদল, সূচি ঘোষণা ভারতীয় বোর্ডের

Kolkata Eden Gardens: কলকাতার আবহাওয়া খারাপ হতে পারে, সেই আশঙ্কায় ফাইনাল সরিয়ে নেওয়া হয় ইডেন গার্ডেন্স থেকে। তেমনই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টও ইডেন থেকে সরার সম্ভাবনা ছিল। টিভিনাইন বাংলার সেই খবরেই সিলমোহর পড়ল।

Indian Cricket: ইডেন গার্ডেন্স টেস্টের দল-বদল, সূচি ঘোষণা ভারতীয় বোর্ডের
Image Credit: PTI FILE
| Updated on: Jun 09, 2025 | 6:05 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। নিয়ম মেনেই সূচি তৈরি হয়েছিল। ২০২৪ সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সে কারণে এ বছর উদ্বোধনী ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। তেমনই দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালও কলকাতায় হওয়ার কথা ছিল। অপারেশন সিঁদুরের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সাময়িক স্থগিত রাখা হয়েছিল। নতুন সূচিতে ফাইনালের দিনক্ষণও পিছোতে হয়। কলকাতার আবহাওয়া খারাপ হতে পারে, সেই আশঙ্কায় ফাইনাল সরিয়ে নেওয়া হয় ইডেন গার্ডেন্স থেকে। তেমনই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টও ইডেন থেকে সরার সম্ভাবনা ছিল। টিভিনাইন বাংলার সেই খবরেই সিলমোহর পড়ল।

বোর্ডের তরফে আসন্ন হোম সিরিজের সূচিতে কিছু বদল করা হয়েছে। অক্টোবরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ রয়েছে। দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচটি সরিয়ে নেওয়া হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এর বদলে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট হবে ইডেন গার্ডেন্সে। সেটি ১৪-১৮ নভেম্বর দিল্লিতে হওয়ার কথা ছিল।

দিপাবলীর পর দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেশি থাকে। দৃশ্যমানতা কমে। অনেক সময়ই এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। সূচি গড়ার সময় এই বিষয়টি মাথায় রাখা হয়। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, সে সময় দিল্লিতে রঞ্জি ট্রফির ম্যাচও ভেস্তে গিয়েছে অতীতে। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে যাতে কোনও সমস্যা না হয় সে কথা ভেবেই এই বদল করা হল বলে মনে করা হচ্ছে।