মুম্বই: আইপিএল ১৫-র (IPL 15) নিলামে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। দাম উঠতে উঠতে প্রায় আকাশ ছুঁয়ে ছিল। তীব্র লড়াইয়ের পর পুরনো টিম চেন্নাই সুপার কিংসই তাঁকে ১৪ কোটি টাকায় কিনে নেয় দীপক চাহারকে (Deepak Chahar)। আইপিএলের ইতিহাসে তিনি প্রথম কোনও পেসার, যাঁর এতটা দাম উঠেছিল। সেই চাহার কিনা পুরো আইপিএলেই অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-র সময় থাই মাসলে চোট পেয়েছেন। যা বহর তাঁর চোটের, তাতে আইপিএলের অধিকাংশ ম্যাচেই মাঠের বাইরে বসে থাকতে হতে পারে ডান হাতি পেসারকে। অনেকের আশঙ্কা, হয়তো পুরো আইপিএলেই খেলতে পারবেন সিএসকের বোলার।
চোট পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন চাহার। তারপর থেকেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত রিহ্যাবে রয়েছেন তিনি। চেন্নাই শিবিরের যা খবর, তাতে ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে কোনও ভাবেই ফিট হতে পারবেন না। ২৯ মে টুর্নামেন্ট শেষ হবে। তার আগে তাঁকে মহেন্দ্র সিং ধোনি পাবেন কিনা, তাও নিশ্চিত নয়। সিএসকের কাছে এটা যে বড় ধাক্কা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দীপক চাহারকে রেখেই বোলিং ইউনিট সাজিয়েছেন ধোনি। শুধু তাই নয়, অলরাউন্ডার হিসেবেও নিজেকে মেলে ধরেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নট আউট ৬৯ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। ৫৪ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৩৮ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এমন ক্রিকেটারকে টিমে না পেলে চাপ যে বাড়বে, কোনও সন্দেহ নেই।
দীপক চাহারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সিএসকে অবশ্য তাড়াহুড়ো করতে রাজি নয়। বরং রিহ্যাব করে যাতে দ্রুত ফিট হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাই করা হচ্ছে। তবু চাপ কাটছে না। চাহার খেলতে না পারলে কিন্তু চেন্নাইয়ের বোলিংয়ের ধার অনেকটাই কমবে।