AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC T20 Rankings-এ শ্রেয়সের উত্থান, বিরাটের পতন

দাসুন শানাকাদের বিরুদ্ধে সিরিজ সেরা হওয়ার পর এ বার আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন আইপিএলে কেকেআরের (KKR) নতুন অধিনায়ক শ্রেয়স। ২৭ ধাপ উঠে এসে তিনি পৌঁছে গিয়েছেন ১৮ নম্বরে।

ICC T20 Rankings-এ শ্রেয়সের উত্থান, বিরাটের পতন
ICC T20 Rankings-এ শ্রেয়সের উত্থান, বিরাটের পতন (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 7:26 PM
Share

দুবাই: আইসিসি ব়্যাঙ্কিংয়ে একদিকে যখন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ধুমকেতুর মতো উত্থান হচ্ছে, তখন অন্যদিকে বিরাট কোহলি (Virat Kohli) ক্রমশ পিছিয়ে পড়ছেন। সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে (ICC T20 Rankings) প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে দুরন্ত ব্যাটিংয়ের ফল পেলেন শ্রেয়স আইয়ার। দাসুন শানাকাদের বিরুদ্ধে সিরিজ সেরা হওয়ার পর এ বার আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন আইপিএলে কেকেআরের (KKR) নতুন অধিনায়ক শ্রেয়স। ২৭ ধাপ উঠে এসে তিনি পৌঁছে গিয়েছেন ১৮ নম্বরে। অন্যদিকে কোহলি পাঁচ ধাপ নেমে গিয়ে পৌঁছে গিয়েছেন ১৫ নম্বরে।

আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। বিরাট লঙ্কানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন। ফলস্বরুপ তিনি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারলেন না। তবে বিরাটের জায়গায় সুযোগ পাওয়া শ্রেয়সের ব্যাট শানাকাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল। টানা তিন ম্যাচেই হাফসেঞ্চুরি ছিল শ্রেয়সের। আর ওই সকল ম্যাচ জেতানো ইনিংসের ফলটাও তাই তিনি পেলেন হাতেনাতে। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় ব্যাটার হলেন লোকেশ রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনিও সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে খেলেননি। কিন্তু আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে জায়গা ধরে রেখেছেন। চার ধাপ নেমে গিয়ে কেএল রাহুল রয়েছেন ১০ নম্বরে। অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মাও সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেননি। দুই ধাপ পিছিয়ে গিয়ে তিনি নেমে গিয়েছেন ১৩ নম্বরে। রোহিতের অর্জিত রেটিং পয়েন্ট ৬৩৩। ১৫ নম্বরে থাকা বিরাটের অর্জিত রেটিং পয়েন্ট ৬১২।

ব্যাটিংয়ে শ্রেয়সের পাশাপাশি বোলিংয়ে ভারতের সিনিয়র প্লেয়ার ভুবনেশ্বর কুমার উন্নতি করেছেন। তিনধাপ উঠে এসে ভুবি পৌঁছে গিয়েছেন আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ১৭ নম্বরে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৫৮৬। বোলারদের তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয় বোলার। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৮৪।

আরও পড়ুন: Ravichandran Ashwin: মোহালি টেস্টে কপিল দেবকে টপকানোর সুযোগ ৩৫ এও শিখতে চাওয়া অশ্বিনের

আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: কোহলির শততম টেস্টের আগে ফিরে দেখা তাঁর উজ্জ্বল টেস্ট কেরিয়ার

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: বিশ্বকাপের আগে নিজের কাছে কী প্রত্যাশা রাখছেন হরমনপ্রীত কৌর?