Hardik Pandya: টানা ৪ জয়েও অস্বস্তি ভারতীয় শিবিরে, চোটে নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক
ICC World Cup: রোহিত শর্মার ভারত চলতি ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর বাংলাদেশকেও হারিয়েছে মেন ইন ব্লু। টানা ৪ জয়ে ভারতীয় শিবিরে খুশির হাওয়া বওয়ার সময়। কিন্তু এরই মাঝে বিরাট অস্বস্তিতে মেন ইন ব্লু। বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ে চোট পান ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

নয়াদিল্লি: রোহিত শর্মার ভারত চলতি ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর বাংলাদেশকেও হারিয়েছে মেন ইন ব্লু। টানা ৪ জয়ে ভারতীয় শিবিরে খুশির হাওয়া বওয়ার সময়। কিন্তু এরই মাঝে বিরাট অস্বস্তিতে মেন ইন ব্লু। বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ে চোট পান ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেই সময় হার্দিককে দেখে বোঝা গিয়েছিল, তাঁর চোট নিয়ে ভারতীয় শিবিরকে চিন্তায় পড়তে হতে পারে। হলও সেটাই। বিসিসিআইয়ের পক্ষ থেকে আজ, শুক্রবার হার্দিক পান্ডিয়ার মেডিকেল আপডেট শেয়ার করা হয়েছে। কী রয়েছে তাতে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান। বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, স্ক্যানের পর হার্দিককে বিশ্রামে থাকতে বলা হয়েছে। তিনি বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। ভারতের পরবর্তী ম্যাচ ধরমশালায়। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ওই ম্যাচে অবশ্য খেলা হবে না হার্দিকের। বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, হার্দিক পান্ডিয়া টিমের সঙ্গে ২০ অক্টোবর (অর্থাৎ আজ, শুক্রবার) ধরমশালায় যাচ্ছেন না। তিনি সরাসরি লখনউ যাবেন এবং টিমের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ড ম্যাচের জন্য।
🚨 NEWS 🚨
Medical Update: Hardik Pandya 🔽 #CWC23 | #TeamIndiahttps://t.co/yiCbi3ng8u
— BCCI (@BCCI) October 20, 2023
পুনেতে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে ভারত। বাংলাদেশের ইনিংস চলাকালীন নবম ওভারে ওপেনার লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে ফলো থ্রুর উল্টো দিকে শরীর নিয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। চেয়েছিলেন শটটা আটকাতে। কিন্তু তাঁর পা হড়কে যায়। তিনি বাঁ পায়ে চোট পান। সঙ্গে সঙ্গে হার্দিকের জন্য মাঠে ফিজিও ঢোকেন। তিনি পর্যবেক্ষণ করে হার্দিকের পায়ে টেপ লাগিয়ে দেন। এরপর অবশ্য হার্দিক আর বল করতে পারেননি। তাঁর ওভারের বাকি থাকা তিনটি বল করেন বিরাট কোহলি। উল্লেখ্য, হার্দিক পান্ডিয়াকে আর ব্যাট করতে হয়নি। কারণ, শতরান করে ম্যাচ ফিনিশ করেন বিরাট কোহলি (১০৩*)। তাঁকে যোগ্য সঙ্গে দেন লোকেশ রাহুল (৩৪*)।





